Sunday, November 9, 2025

টিকাকরণ হওয়ার পরেও কতজন করোনায় আক্রান্ত হয়েছেন, জানতে চাইল হাইকোর্ট

Date:

দুটি টিকা নেওয়ার পরেও কতজন করোনায় আক্রান্ত হয়েছেন সেই তথ্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। করোনা সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই তথ্য জানতে চেয়েছেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি হলফনামা দেওয়া হয়। এই হলফনামায় বলা হয়েছে, প্রথম থেকে শুরু করে অগস্ট মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ২৪ লক্ষ ৮৪ হাজার ৫৬০টি টিকা দিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছিল রাজ্য সরকার। প্রায় ১৮০টি আবেদন জমা পড়েছে। যার মধ্যে ১০১ জনকে দিয়ে দেওয়া হচ্ছে। প্রসেসিংয়ে আছে ৯টি আবেদন। উপযুক্ত নথির অভাবে এখনও পর্যন্ত ৭৭টি আবেদনের কোনও ফয়সালা হয়নি।

আরও পড়ুন- গুয়াহাটি সারদা মামলায় জামিন পেলেন দেবযানী

রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল ফ্রন্টলাইন ওয়ার্কারদের মধ্যে যারা করোনা আক্রান্ত হয়েছে, তাদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আক্রান্তের সংখ্যা মোট ৩০ হাজার ৮৯৩ জন। এই ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য আবেদন জমা পড়েছে ১২,৩৪৪ টি। যার মধ্যে ৯, ১৯০ জন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। এখনও ৩,৩৬৩ জনের এই টাকা পাওয়া বাকি আছে। উপযুক্ত নথির অভাবে এখনও পর্যন্ত ১৪ হাজার ৯১৯ জন টাকা পাননি।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, মৃত এবং আক্রান্তের সংখ্যা দেওয়া হচ্ছে তা সঠিক নয়। একজন আবেদনকারী পক্ষ থেকে আদালতে বলা হয়, মানসিক ভারসাম্যহীন যারা, বা যারা বাইরে রয়েছেন তাঁদের টিকাকরণের ব্যবস্থা করুক রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে হুগলিতে টিকাকরণের বিষয়ে আবেদনকারীর এই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেন অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, এখনও পর্যন্ত গড়ে প্রতিদিন প্রায় ৩.২৩ লক্ষ মানুষকে টিকাকরণ করা হচ্ছে। যার মধ্যে শহরাঞ্চলে ১.৩৬ লক্ষ এবং গ্রামাঞ্চলে ১.৮৬ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছে।

এর পরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চান, দুটো টিকা নেওয়ার পরেও কতজন এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন, এই তথ্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে থাকা উচিৎ। আগামী ২৫ অগস্ট এই তথ্য দুই সরকারকেই আদালতে পেশ করতে হবে।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version