Friday, August 22, 2025

সরকারের বিরুদ্ধে সংসদে গুন্ডামির অভিযোগ তুলে সরব তৃণমূল

Date:

বিরোধীদের(opposition) ব্যাপক বিক্ষোভের জেরে এবারের বাদল অধিবেশন প্রায় প্রতিদিনই মুলতবি হয়ে গিয়েছে। যদিও সরকারপক্ষের তরফে কোনরকম আলোচনা ছাড়াই পাস করিয়ে নেওয়া হয়েছে একের পর এক বিল। সংসদ অধিবেশন(parliament session) বানচাল হওয়ার ঘটনায় সরকারপক্ষের তরফে বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও পাল্টা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সরকারের বিরুদ্ধে সংসদে গুন্ডামির অভিযোগ তুলল তৃণমূল(TMC)। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সৌগত রায়(Saugata Roy), ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien), যশবন্ত সিনহারা(Jaswant Sinha) জানালেন, “বলা হচ্ছে, বিরোধীরা গুন্ডাদের মতো আচরণ করছে। কিন্তু আমরা বলছি, সরকার পক্ষই গুন্ডামি করেছে।”

চলতি অধিবেশনে কোনওরকম আলোচনা ছাড়া একের পর এক বিল পাশ করানোর অভিযোগ উঠেছে সরকার পক্ষের বিরুদ্ধে। এই ঘটনা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। সেই প্রসঙ্গে এদিন ডেরেক ও’ব্রায়েন বলেন, “সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়া একের পর এক বিল পাশ করা হয়েছে। প্রতি ১০ টি বিল পিছু ৪টি অর্ডিন্যান্স। কেন? এটাই কি গুন্ডামি নয়? বলা হচ্ছে, বিরোধীরা গুন্ডাদের মতো আচরণ করছে। কিন্তু আমরা বলছি, সরকার পক্ষই গুন্ডামি করেছে।”

আরও পড়ুন:লক্ষ্য বিরোধী জোট: সোনিয়ার নৈশভোজে আমন্ত্রিত মমতা

উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে কার্যত উত্তপ্ত ছিল এবারের বাদল অধিবেশন। বিরোধীদের তরফ বারবার আবেদন জানানো হয়েছিল পেগাসাস ইস্যুতে আলোচনা করুক সরকার। তবে বিরোধীদের সে দাবি কানে তোলা হয়নি। গোটা অধিবেশনে এ বিষয়ে কোনো রকম আলোচনা হয়নি। এ প্রসঙ্গে এদিন তৃণমূলের তরফে জানানো হয় সরকার ইচ্ছে করে আলোচনা এড়িয়ে গিয়েছে। যদিও সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নিজে জানিয়েছিলেন, “সরকার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, সংসদ ভালভাবে চলতে দিন।” তবে কার্যক্ষেত্রে ছবিটা ছিল ভিন্ন।

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version