Friday, May 9, 2025

যত সময় এগোচ্ছে, যত দ্রুত উদ্ধারের কাজে এগোচ্ছে , ততই বাড়ছে মৃতের সংখ্যা । হিমাচল প্রদেশের কিন্নরে ধসের (Himachal, Kinnaur landslide) এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১৫। ভূমিধসের জেরে পর্যটক বোঝাই যে বাস ও গাড়িগুলি আটকে পড়েছিল, সেগুলি দ্রুত সরানোর কাজ চলছে । সেখান থেকেই এ দিন সকালে আরো দুটি মৃতদেহ উদ্ধার করা হল। এখনো পর্যন্ত মোট ১৫ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হল । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সেনা জওয়ানরা এবং আইটিবিপি কর্মীরা(Indian Army & ITBP)।

 

ঘটনাটি ঘটেছিল বুধবার দুপুরে। বুধবার ১২টা ৪৫ মিনিট নাগাদ হিমাচল প্রদেশের কিন্নর জেলার নেইগাল সারিতে ধস নামে। ধসের জেরে আটকে পড়ে হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। কিছুক্ষণের মধ্যেই ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে দেন জওয়ানরা । বুধবার রাত পর্যন্ত ঘটনাস্থল থেকে মোট ১১টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। জানা গিয়েছে, ধসের জেরে ট্রাকটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। বাসের অর্ধেক অংশও নিখোঁজ । বাস ও পাথর চাপা পড়া গাড়ি মিলিয়ে কমপক্ষে ২৫ থেকে ৩০জন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকার্য শুরু হতেই খোঁজ মেলে বাসটির। রাস্তা থেকে ৫০০ মিটার নীচে ও সুতলেজ নদী থেকে ২০০ মিটার উপরে আটকে ছিল সেখান থেকেই এদিন সকালে দেহ উদ্ধার করা হয়েছে।

 

 

Related articles

সুন্দরবনের প্রান্তিক মানুষদের নিয়ে ‘বেহুলা এখন’: থিয়েটার জগতে নতুন চ্যালেঞ্জ নির্দেশক সৌমিত্র মিত্রর 

নকিব উদ্দিন গাজীকেউ নদীতে মাছ ধরেন, কেউ সুন্দরবনে গহীনে মধু সংগ্রহ করেন, কেউবা জঙ্গলের মধ্যে কাঁকড়া খোঁজেন। এটাই...

মু্ম্বই সিটি থেকে ইস্টবেঙ্গলে বিপিন সিং

দলবদলের মরসুমে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার লাল-হলুদ শিবিরে মুম্বই সিটি এফসি(Mumbai City FC) থেকে চলে এলেন...

রবীন্দ্র চর্চার প্রতি দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান: রবীন্দ্র সদনে কবিগুরুকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রবীন্দ্র চর্চায় নতুন পথ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবীন্দ্র জয়ন্তী তাই বাংলার সংস্কৃতিতে আলাদা স্থান...

৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা পাকিস্তানের: তথ্য প্রকাশ ভারতের

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আচমকাই পাক ড্রোন হামলায় ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরে আতঙ্ক ছড়ায়। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স...
Exit mobile version