কন্যাশ্রীর টাকা দিয়ে মাস্ক কিনে গ্রামবাসীকে বিলি!

করোনা- থেকে বাঁচাতে স্ব-উদ্যোগে কন্যাশ্রীর (Kanyasree) টাকা দিয়ে মাস্ক কিনে সেই মাস্ক গ্রামবাসীকে বিলি করে কন্যাশ্রী সম্মান পেল ইন্দাসের গোবিন্দপুর গ্রামের এক ছাত্রী। পায়েল নন্দী নামের ওই পড়ুয়া ইন্দাস ব্লকের ছোট গোবিন্দপুর এস এন পাঁজা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। আগামী ১৪ অগস্ট কন্যাশ্রী দিবসেই পায়েলকে পুরস্কারে ভূষিত করবে রাজ্য সরকার।
পায়েল জানিয়েছে, করোনার ভয়াবহতা নিজের চোখে শুধুমাত্র দেখেনি, উপলব্ধ করেছে। সেই ভয়াবহতা দেখেই সে সিদ্ধান্ত নেয়, গ্রামের মানুষের জন্য কিছু একটা করতে হবে। তারপরেই নিজের কন্যাশ্রীর টাকা জমিয়ে গ্রামবাসীর জন্য মাস্ক কিনে ফেলে। মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিলি করে পায়েল।
পায়েল আরও জানিয়েছে, প্রথমে কিছু টাকা ব্যাঙ্ক থেকে তুলে টাকায় কিছু মাস্ক কেনে সে।  সেই মাস্ক প্রথমে একশো দিনের শ্রমিক থেকে শুরু করে পথচলতি মানুষদের মধ্যে বিলি করেছিল পায়েল। গত কয়েক মাস ধরে নিজের এলাকায় পায়েলের একক ভাবে লাগাতার এই  প্রচার নজর কেড়েছে।

advt 19

 

Previous articleপর্নকাণ্ড : তথ্য জানতে মুম্বই পুলিশ গ্রেফতার করল আরো এক রাজ কুন্দ্রা ঘনিষ্ঠকে
Next articleঅবসরের বয়স বেঁধে সিপিএমের সংগঠনে বিমান বসুদের বিদায় নিশ্চিত করলেন সীতারাম