পর্নকাণ্ড : তথ্য জানতে মুম্বই পুলিশ গ্রেফতার করল আরো এক রাজ কুন্দ্রা ঘনিষ্ঠকে

পর্নকাণ্ডে (pornography) গেফতার হলেন রাজ কুন্দ্রা (Raj kundra) ঘনিষ্ঠ আরও এক জন নাম অভিজিৎ বোম্বলে। পেশায় ব্যবসায়ী এই ব্যক্তি রাজের কোম্পানির একটি ফার্মের পরিচালক ছিলেন বলে মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ব্যক্তিকে গ্রেফতার করে রাজ কুন্দ্রার পর্নকান্ডে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা (mumbai police crime branch) ।

 

 

এদিকে কিছুতেই মুখ খুলছেন না রাজ কুন্দ্রা। যতটুকু তথ্য প্রকাশ্যে এসেছে তার বেশি আর কিছুই বলতে চাইছেন না রাজ। তাই রাজের পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেয়েছে আগামী ২০ অগস্ট অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন রাজ কুন্দ্রা। এই মুহূর্তেই রাজকে জামিনে মুক্তি না দেওয়ার কারণ হিসেবে মোট ১৯টি কারণ আদালতে জমা করেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। মুম্বই পুলিশ আদালতে জানিয়েছে অভিযুক্ত রাজ কুন্দ্রা তদন্তে একটুও সহযোগিতা করছেন না । তাই এই মুহূর্তে রাজ কুন্দ্রাকে জামিনে মুক্তি দেওয়া হলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। অথবা আরও কোনও জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন।

advt 19

 

Previous articleকলকাতার আকাশে রবিবার থেকে রোদ উঠবে, তবে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ
Next articleকন্যাশ্রীর টাকা দিয়ে মাস্ক কিনে গ্রামবাসীকে বিলি!