Tuesday, May 6, 2025

প্রথমে ইভটিজিংয়ের অভিযোগ। তাঁর জেরে ক্লাব ভাঙচুর। এই দুই ঘটনার জেরে শুক্রবার দুপুরে ধুন্ধুমার মধ্য কলকাতার মুচিপাড়া থানা এলাকা। ঘটনায় তৃণমূলের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপি নেতা সজল ঘোষকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর স্থানীয় ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান।

অভিযোগ পেয়ে বিজেপি নেতার বাড়িতে যায় মুচিপাড়া থানার পুলিশ। বাইরে থেকে বারবার তাঁকে বেরিয়ে আসতে অনুরোধ জানান পুলিশ কর্মীরা। কিন্তু তাদের অনুরোধে কান দেননি অভিযুক্ত বিজেপি নেতা। তিনি বারবারই ঘরে ঢুকে তাঁকে গ্রেফতার করার দাবি জানান। এরপর বাড়ির দরজা ভেঙে বিজেপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুচিপাড়া থানার বাইরে। ধৃতদের শাস্তির দাবিতে একজোট হয়েছেন ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। স্থানীয় এক তরুণী বাড়ি ফিরছিলেন। অভিযোগ তখন স্থানীয় কিছু দূষ্কৃতী তাঁর শ্লীলতাহানি করে। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদ জানান। একটি ক্লাবে ভাঙচুরও করা হয়। অভিযোগ এর জবাবে সজল ঘোষের দলবল শুক্রবার সকালে স্থানীয় একটি দোকানে ভাঙচুর করে, দোকানের বেশ কিছু টাকা পয়সাও খোয়া যায়। দোকান ভাঙচুরের ঘটনায় ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত থাকার অভিযোগ জানিয়ে মুচিপাড়া থানায় অভিযোগ জানান এলাকার তৃণমূল নেতৃত্ব। সেই অভিযোগের জেরেই এদিন বিকেলে তাঁর বাড়ি থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও তৎপর রয়েছে পুলিশ। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে।

বিজেপি বলেই কী পুলিশ ঘরের দরজা ভেঙে সজল ঘোষকে গ্রেফতার করলো? এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “সজল তৎকাল বিজেপি। ও হুজুগে পড়ে ভোটের আগে বিজেপিতে নাম লিখিয়েছে। ওর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। গ্রেফতার হওয়ার সময় টিভিতে দেখলাম ও বিজেপি জিন্দাবাদ বলেছেন চেঁচাচ্ছে। কিন্তু ওর সঙ্গে তখন বিজেপির চারটে লোকও ছিল না। ওর বিজেপিতে যাওয়া ঠিক হয়নি। আর বারবার দলবদল করায় ওর রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ও কী ধরনের অপরাধ করেছে, অন্যায় করেছে, তার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু বারবার দলবদল করাটা ঠিক হয়নি।”

আরও পড়ুন:অবসরের বয়স বেঁধে সিপিএমের সংগঠনে বিমান বসুদের বিদায় নিশ্চিত করলেন সীতারাম

এরপরই ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ” কাল রাতে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিছু অধুনা বিজেপির লোকেরা বিজেপি করে এক মহিলাকে রাস্তায় অসম্মান করেছে। সেটা ৪৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই মহিলা যখন থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন, তখন সজলের বিষয়টির মধ্যে ঢোকা ঠিক হয়নি। কারণ, সজল ওই ওয়ার্ডের নয়, ৫০ নম্বর ওয়ার্ডের। অনেক দায়িত্বের সঙ্গে ওর বিষয়টি সামলানো উচিত ছিল। তবে দরজা ভেঙে সজলকে গ্রেফতার করার বিষয়টি সেই সময় কতটা জরুরি ছিল, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবো। কারণ, এ ধরনের দৃশ্যের অবতারণা হলে যে অভিযুক্ত তার পক্ষেই সহানুভূতি চলে যায়। দরজা ভাঙ্গার দৃশ্যটি তাই মিডিয়ার সামনে হওয়া বাঞ্ছনীয় ছিল না। ওর রাজনৈতিক ফাঁদে পা দিয়েছে পুলিশ। তবে সজলেরও ভূমিকাও ঠিক ছিল না। পুলিশ ডাকলে ওর বেরিয়ে এসে সহযোগিতা করা উচিত ছিল।”

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version