Monday, November 10, 2025

ফের “বিভ্রান্তিকর” বক্তব্য মুকুলের! কৌশল নাকি অন্য কিছু?

Date:

বিজেপির টিকিটে জেতা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের সাম্প্রতিক ভূমিকায় ক্রমেই তৈরি হচ্ছে ধোঁয়াশা! যা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে,

অসংলগ্ন কথা না পুরোটাই মুকুলের কৌশল?

বিধায়ক হিসেবে মুকুল রায় এখনও বিজেপির। আবার PAC চেয়ারম্যান হিসেবেও বলছেন তিনি নাকি বিজেপি বিধায়ক হয়েই মনোনীত! আবার বিজেপির অভিযোগ, মুকুল রায় দলবদল করে এখন তৃণমূলে। তাহলে কেন প্রথা ভেঙে কৃষ্ণনগরের বিধায়ক পিএসসি চেয়ারম্যান করা হলো। এমনকী, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা।

PAC চেয়ারম্যান হিসেবে নিজেকে যখন বিজেপির বিধায়ক দাবি করছেন, ঠিক তখনই একেবারে উল্টো ভূমিকায় দেখা তাঁকে দেখা যাচ্ছে ত্রিপুরা প্রসঙ্গে। ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিদের উপর আক্রমণের অভিযোগে সে রাজ্যের বিজেপির সমালোচনাই করেছেন মুকুল রায়। সেই সঙ্গে আগামী নির্বাচনে ত্রিপুরায় ঘাস-ফুল শিবিরের সম্ভাবনার কথা তুলতে তিনি বলছেন, আগের থেকে ভাল ফল তো হবেই তৃণমূলের।

আরও পড়ুন:অবসরের বয়স বেঁধে সিপিএমের সংগঠনে বিমান বসুদের বিদায় নিশ্চিত করলেন সীতারাম

আবার উপনির্বাচনের প্রসঙ্গ তুলতেই মুকুলের গলায় অন্য সুর। বলছেন বিজেপির হয়ে দাঁড়ালে ভোটে জিতবেন কিন্তু তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে তিনি জিতবেন কি না তা ঠিক করবেন মানুষই। অর্থাৎ, তখন তিনি বিজেপি হিসেবে তুলে ধরছেন।

আবার ত্রিপুরায় তৃণমূলের সাংগঠনিক প্রশ্নে তিনি নিজেকে বলছেন তৃণমূল নেত। দল তাঁকে সেখানে পাঠালে হবেন, এমনই মন্তব্য করছেন মুকুল। ফলে তাঁর ভূমিকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version