Tuesday, May 20, 2025

“বিজেমূল” তত্বেই বিপর্যয়! দায় নিয়ে সীতারামের সামনে ভুল স্বীকার সূর্যকান্তের

Date:

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) প্রকৃত রাজনৈতিক “শত্রু” নিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে পারিনি এ রাজ্যের সিপিআইএম (CPIM) তথা বামেরা (Leftfront)। বিজেপি (BJP) ও তৃণমূলকে (TMC) একমেরুতে দাঁড় করিয়ে ভোটের প্রচারে আক্রমণ শানিয়ে ছিলেন সিপিএমের শীর্ষ নেতারা। ফলস্বরূপ, স্বাধীনতার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভার (Assembly) সিপিএম তথা বামেদের একটিও সদস্য নেই।

এরপর দলের ক্রমাগত রক্তক্ষরণ ও বিপর্যয় নিয়ে বিপুল পর্যালোচনা হয়েছে বামফ্রন্টের মধ্যে। সিপিএম ও দল হিসাবে অন্তর্তদন্ত করেছে। এখনও করেছে। মাঠে নেমেছে কেন্দ্রীয় কমিটি। যদিও বিপুল বিপর্যয়ের পরেও আলিমুদ্দিনের ম্যানেজারদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল, “ভাঙবো তবু মচকাবো না”!

শরিক দলগুলোর রোষের মুখে পড়তে হচ্ছে সিপিএমকে। অবশেষে হুঁশ ফিরেছে সূর্যবাবুদের। এবার ভার্চুয়ালি
দলের কর্মীদের সঙ্গে আলোচনায় ”বিজেমূল” (Bijemul) স্লোগান ভুল হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকে ”বিজেমূল” সংক্রান্ত প্রচারের দায় নিজের ঘাড়ে নিলেন স্বয়ং সূর্যবাবু।

ফেসবুক-আলোচনাচক্রে সূর্যকান্ত (Surjya Kanta Mishra) বলেছেন, “আমরা বলেছিলাম বিজেমূল। কিন্তু রাজনীতিতে জুড়ে দিলে অসুবিধা হয়। জন্ম দেয় বিভ্রান্তির। কার সঙ্গে লড়াই, কে প্রধান শত্রু তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়।” সেই বিভ্রান্তি দূর করতে সম্প্রতি কাকাবাবুর (Kakababu) জন্ম বর্ষিকীতে পাঠচক্রের পার্টি-নোটে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, ”বিজেপি ও অন্য কোনও রাজনৈতিক দল এক নয়। বিজেপিকে পরিচালনা করে ফ্যাসিবাদী আরএসএস (RSS)। কিন্তু নির্বাচনের সময় কোথাও বিভ্রান্তি তৈরি হয়েছে বিজেপি ও তৃণমূল সমান। বিজেমূল জাতীয় স্লোগানের ব্যবহার করা, বিজেপি-তৃণমূল মুদ্রার এপিঠ-ওপিঠ’র মতো কথা কিছু বিভ্রান্তির জন্ম দিয়েছে।” ফলে রাজ্য কমিটির বৈঠকে ‘বিজেমূল’ শব্দবন্ধনী যে আলোচনায় উঠে আসবে তা প্রত্যাশিত ছিলই।

এদিকে, ”বিজেমূল” উচ্চারণ না করে রাজ্য নেতৃত্বকে রীতিমতো তিরস্কার করে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yeachury) বলেন, ”প্রচার থেকে প্ল্যানিং কোনওটাই ঠিক হয়নি। এমনকি স্লোগানটাও বিভ্রান্তি তৈরি করল। কেন এমনটা হল?”

আরও পড়ুন- ”ওরা ফের ত্রিপুরা যাবে”, আহত সুদীপ-জয়াদের পাশে দাঁড়িয়ে বার্তা জুন-রাজের

এমনকী, ”বিজেমূল” নিয়ে প্যারোডি গানও নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন সূর্যকান্ত মিশ্র (Suriyakanta Mishra)। সিপিএম নেতাদের সভা-সমাবেশেও শোনা গিয়েছে এই শব্দবন্ধনী। তা বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে ফেসবুকে আগেই মেনে নিয়েছিলেন সূর্যবাবু। এবার বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ভুল স্বীকার করলেন। একইসঙ্গে বিজেমূল স্লোগান নিয়ে প্রচারের যাবতীয় দায় নিজের ঘাড়ে নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

 

Related articles

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...
Exit mobile version