Tuesday, August 26, 2025

কলকাতার আকাশে রবিবার থেকে রোদ উঠবে, তবে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ

Date:

শুক্র ও শনি বৃষ্টি হবে (rainy season) । তারপর বৃষ্টি থেকে রেহাই মিলবে। রবিবার থেকে ঝকঝকে রোদ উঠবে আকাশে । এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Officr) । হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে রোদের দেখা মিললেও উত্তরবঙ্গের প্রবল বর্ষণ হবে। শনি রবি এবং আগামী সপ্তাহজুড়ে টানা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে শুক্র এবং শনিবার দিনভর বৃষ্টি হবে। স্থান ভেদে অল্প থেকে মাঝারি বৃষ্টি (Rain) হবে । তবে দুদিন কিছুটা বৃষ্টি হলেও আপাতত রেহাই পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টি। দেখা মিলবে রোদেরও। পাশাপাশি বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। এদিকে, বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার জেরে আগামী সপ্তাহে ভারী বৃষ্টিতে ভিজতে পারে প্রতিবেশী রাজ্য ওড়িশা।

এদিকে শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ কালো মেঘে ঢাকা থেকে থেকেই বৃষ্টি রোদের দেখা নেই বললেই চলে। দিনভর দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার। আর্দ্রতা বেশি থাকায় প্যাচপ্যাচে গরমে ঘাম হবে।

 

শুক্রবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং এবং কালিম্পঙে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে শনিবারও ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে রবি এবং সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, একটানা বৃষ্টিতে বাড়ছে প্লাবনের আশঙ্কা।

Related articles

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...
Exit mobile version