Saturday, November 8, 2025

‘যুদ্ধ পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতেই হবে’, জাতির উদ্দেশে ভাষণ আফগান প্রেসিডেন্টের

Date:

আমেরিকান সেনা প্রত্যাহারের পর কার্যত গোটা দেশ দখল করে নিয়েছে তালিবান(Taliban)। কোনমতে এখনো টিকে রয়েছে কাবুল(Kabul) যদিও তা কতদিনের জন্য তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন গুরুতর পরিস্থিতির মাঝেই এবার কান্না ভেজা গলায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি (Ashraf Ghani)। তিনি জানালেন, গত ২০ বছরে যা যা ফিরে পাওয়া গিয়েছিল সব আবার হারিয়ে গেল। পাশাপাশি দেওয়ালে পিঠ ঠেকে গেলেও দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানালেন, ‘আফগানিস্তানকে(Afghanistan) আরেকটা যুদ্ধের মুখে ঠেলে দেওয়া রুখতেই হবে’।

শনিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে গলা ধরে আসে আফগান প্রেসিডেন্টের। তিনি বলেন, “দেশের প্রশাসনিক প্রধান হিসেবে আমার কাজ, দেশবাসীকে রক্ষা করা। দেশ এই মুহূর্তে গভীর বিপদের মধ্যে রয়েছে। আমি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজছি। আন্তর্জাতিক মহলের সঙ্গেও যোগাযোগ রাখছি।” শুধু তাই নয় প্রেসিডেন্ট আরও জানান, “দেশকে এতটা অস্থির পরিস্থিতি থেকে বাঁচাতে হবে। আফগানিস্তানের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিভাগকে সুরক্ষিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আফগানিস্তানকে আরেকটা যুদ্ধের মুখে ঠেলে দেওয়া রুখতেই হবে।”

আরও পড়ুন:জম্মু-কাশ্মীরে বদলি হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস বিবেক ভরদ্বাজ

এদিকে তালিবান আগ্রাসনে গোটা আফগানিস্তান কার্যত জঙ্গি গোষ্ঠীর দখলে চলে গিয়েছে। হেরাত (Herat) প্রদেশে ভারত ও আফগানিস্তানের বন্ধুত্বের প্রতীক হিসেবে পরিচিত সালমা বাঁধ দখল করে নিয়েছে তালিবানরা। বিপদের আশংকা করে কাবুলে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। গোটা পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক ভারতও। বর্তমানে রাজধানী কাবুল থেকে সামান্য দূরে অবস্থান করছে তালিবানরা। পরিস্থিতি যা তাতে বিশেষজ্ঞদের অনুমান আফগানিস্তানে শরিয়ত শাসন প্রতিষ্ঠিত হওয়া শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version