Saturday, August 23, 2025

‘যুদ্ধ পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতেই হবে’, জাতির উদ্দেশে ভাষণ আফগান প্রেসিডেন্টের

Date:

আমেরিকান সেনা প্রত্যাহারের পর কার্যত গোটা দেশ দখল করে নিয়েছে তালিবান(Taliban)। কোনমতে এখনো টিকে রয়েছে কাবুল(Kabul) যদিও তা কতদিনের জন্য তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন গুরুতর পরিস্থিতির মাঝেই এবার কান্না ভেজা গলায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি (Ashraf Ghani)। তিনি জানালেন, গত ২০ বছরে যা যা ফিরে পাওয়া গিয়েছিল সব আবার হারিয়ে গেল। পাশাপাশি দেওয়ালে পিঠ ঠেকে গেলেও দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানালেন, ‘আফগানিস্তানকে(Afghanistan) আরেকটা যুদ্ধের মুখে ঠেলে দেওয়া রুখতেই হবে’।

শনিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে গলা ধরে আসে আফগান প্রেসিডেন্টের। তিনি বলেন, “দেশের প্রশাসনিক প্রধান হিসেবে আমার কাজ, দেশবাসীকে রক্ষা করা। দেশ এই মুহূর্তে গভীর বিপদের মধ্যে রয়েছে। আমি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজছি। আন্তর্জাতিক মহলের সঙ্গেও যোগাযোগ রাখছি।” শুধু তাই নয় প্রেসিডেন্ট আরও জানান, “দেশকে এতটা অস্থির পরিস্থিতি থেকে বাঁচাতে হবে। আফগানিস্তানের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিভাগকে সুরক্ষিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আফগানিস্তানকে আরেকটা যুদ্ধের মুখে ঠেলে দেওয়া রুখতেই হবে।”

আরও পড়ুন:জম্মু-কাশ্মীরে বদলি হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস বিবেক ভরদ্বাজ

এদিকে তালিবান আগ্রাসনে গোটা আফগানিস্তান কার্যত জঙ্গি গোষ্ঠীর দখলে চলে গিয়েছে। হেরাত (Herat) প্রদেশে ভারত ও আফগানিস্তানের বন্ধুত্বের প্রতীক হিসেবে পরিচিত সালমা বাঁধ দখল করে নিয়েছে তালিবানরা। বিপদের আশংকা করে কাবুলে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। গোটা পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক ভারতও। বর্তমানে রাজধানী কাবুল থেকে সামান্য দূরে অবস্থান করছে তালিবানরা। পরিস্থিতি যা তাতে বিশেষজ্ঞদের অনুমান আফগানিস্তানে শরিয়ত শাসন প্রতিষ্ঠিত হওয়া শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version