Thursday, August 28, 2025

দেশে হিংসা এবং বিভেদের রাজনীতি করে বিজেপি (Bjp)। আর সেই কারণেই দেশভাগের বিদ্বেষের স্মৃতি উস্কে দিতে চাইছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ পালনের ডাককে এই ভাবেই কটাক্ষ করলেন তৃণমূল (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ১৪ অগাস্ট দিনটিকে এবার থেকে ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে পালন করার ডাক দেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই নিয়ে এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন কুণাল ঘোষকে। তিনি বলেন, এরকম একটি দিন দেশে কখনোই পালন করা উচিত নয়। ঘৃণা ও দ্বেষের স্মৃতি উসকে দেয় এসব দিবস পালন। বিজেপি সব সময় দেশে মানুষে মানুষে বিষ ছড়ানোর চেষ্টা করে। এই কারণেই নরেন্দ্র মোদি এরকম একটি দিন পালনের কথা ভাবতে পেরেছেন। কেউ যাতে এই দিন পালন না করেন পাল্টা তার ডাক দেন কুণাল।

শনিবার, সাংবাদিক বৈঠকে কুণাল জানান, ত্রিপুরায় তাঁদের শান্তিপূর্ণ মিছিলে আটকায় বিজেপি (Bjp) সরকারের পুলিশ। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উপর হামলা চালান বিজেপির কর্মী-সমর্থকেরা। সেখানে তৃণমূলের নেতাকর্মীদের শুধু নয়, গাড়িচালককে পর্যন্ত মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন কুণাল। তিনি বলেন, অশান্তি ছড়ানোই বিজেপির লক্ষ্য।

আরও পড়ুন- ‘যুদ্ধ পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতেই হবে’, জাতির উদ্দেশে ভাষণ আফগান প্রেসিডেন্টের

সাংবাদিকরা তাঁকে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিষয়ে জিজ্ঞাসা করলে তৃণমূল নেতা বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের চেহারাটা প্রকাশ্যে এনে ফেলেছেন বাবুল। তাঁদের ভেতরে যে কতটা কোন্দল- সেটারই বহিঃপ্রকাশ বাবুলের প্রত্যেক টুইটের ছত্রে, ছত্রে।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version