Friday, November 7, 2025

‘যুদ্ধ পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতেই হবে’, জাতির উদ্দেশে ভাষণ আফগান প্রেসিডেন্টের

Date:

আমেরিকান সেনা প্রত্যাহারের পর কার্যত গোটা দেশ দখল করে নিয়েছে তালিবান(Taliban)। কোনমতে এখনো টিকে রয়েছে কাবুল(Kabul) যদিও তা কতদিনের জন্য তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন গুরুতর পরিস্থিতির মাঝেই এবার কান্না ভেজা গলায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি (Ashraf Ghani)। তিনি জানালেন, গত ২০ বছরে যা যা ফিরে পাওয়া গিয়েছিল সব আবার হারিয়ে গেল। পাশাপাশি দেওয়ালে পিঠ ঠেকে গেলেও দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানালেন, ‘আফগানিস্তানকে(Afghanistan) আরেকটা যুদ্ধের মুখে ঠেলে দেওয়া রুখতেই হবে’।

শনিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে গলা ধরে আসে আফগান প্রেসিডেন্টের। তিনি বলেন, “দেশের প্রশাসনিক প্রধান হিসেবে আমার কাজ, দেশবাসীকে রক্ষা করা। দেশ এই মুহূর্তে গভীর বিপদের মধ্যে রয়েছে। আমি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজছি। আন্তর্জাতিক মহলের সঙ্গেও যোগাযোগ রাখছি।” শুধু তাই নয় প্রেসিডেন্ট আরও জানান, “দেশকে এতটা অস্থির পরিস্থিতি থেকে বাঁচাতে হবে। আফগানিস্তানের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিভাগকে সুরক্ষিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আফগানিস্তানকে আরেকটা যুদ্ধের মুখে ঠেলে দেওয়া রুখতেই হবে।”

আরও পড়ুন:জম্মু-কাশ্মীরে বদলি হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস বিবেক ভরদ্বাজ

এদিকে তালিবান আগ্রাসনে গোটা আফগানিস্তান কার্যত জঙ্গি গোষ্ঠীর দখলে চলে গিয়েছে। হেরাত (Herat) প্রদেশে ভারত ও আফগানিস্তানের বন্ধুত্বের প্রতীক হিসেবে পরিচিত সালমা বাঁধ দখল করে নিয়েছে তালিবানরা। বিপদের আশংকা করে কাবুলে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। গোটা পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক ভারতও। বর্তমানে রাজধানী কাবুল থেকে সামান্য দূরে অবস্থান করছে তালিবানরা। পরিস্থিতি যা তাতে বিশেষজ্ঞদের অনুমান আফগানিস্তানে শরিয়ত শাসন প্রতিষ্ঠিত হওয়া শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version