Thursday, August 21, 2025

কলকাতা পুরসভার হাত ধরে চলতি মাসেই শুরু হবে কালীঘাট স্কাইওয়াকের কাজ

Date:

সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে কালীঘাট (Kalighat) স্কাইওয়াকের (Sky Walk) কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকেই কালীঘাট মন্দিরের মূল প্রবেশ পথের দোকানপাট, নির্মাণগুলি ভাঙার কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই হকার্স কর্নার ও ফুটপাতের দোকানদারদের কালীঘাট মন্দিরের সামনের রাস্তা থেকে হাজরা পার্কে সরানোর কাজ শুরু হয়েছে। প্রায় ৩৫০ মিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রশস্ত ওই স্কাইওয়াক নির্মাণের জন্য প্রাথমিক খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা। এই প্রকল্পের নকশা ও অন্যান্য কাজ সম্পূর্ণ হয়েছে। এবার স্কাইওয়াক নির্মাণ শুরুর অপেক্ষা।
২০১৮ সালে কালীঘাটে স্কাইওয়াকের পরিকল্পনা করা হয়। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের আদলে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের পরিকল্পনা নেয় কলকাতা পুরসভা (KMC)। কিন্তু একাধিক জটিলতায় কাজ আটকে যায়। সমস্যা সমাধানে হাজরা পার্কে ১৭৪ জন হকারকে অস্থায়ী দোকানও তৈরি করে দেয় পুরসভা।
কিন্তু তাতেও সমস্যা মেটেনি। লটারির মাধ্যমে স্টল বণ্টন নিয়ে অসন্তোষ তৈরি হয় হকারদের মধ্যে। তাঁদের সঙ্গে আলোচনা করে সেই জট কাটান পুরসভার বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar)।
হকারদের দাবি প্রসঙ্গে ফিরহাদ জানিয়েছেন, বহুদিনের স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন হতে চলেছে। স্কাইওয়াক নির্মাণ সম্পূর্ণ হলে এই এলাকার চেহারাই পাল্টে যাবে। হাজরা পার্কের অস্থায়ী মার্কেট নিয়ে পুরসভাই শহরজুড়ে প্রচার করবে। প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়ে মানুষকে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি আগামী বছর পুজোর আগেই স্কাইওয়াকের একাংশের কাজ শেষ করে শপিংমলের আদলে  হকার্স কর্নার করে দেওয়ার চেষ্টা করা হবে।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version