Monday, May 19, 2025
একসময় ছিলেন ভারতীয় ফুটবলের জাতীয় দলের ক্যাপ্টেন (Captain)। মাঝ মাঠের খেলোয়াড়। বল (Ball) তাঁর পায়ে কথা বলবে, সে তো জানা কথাই। সাংসদ হয়েও দিব্যি পায়ে বল রাখতে পারেন প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তবে, “খেলা হবে” স্লোগানটা যে শুধু কথার কথা নয়, তাঁরা খেলতেও পারেন- এই পরিচয় শনিবার আগরতলায় (Agartala) সাংবাদিক বৈঠকের পরে দিলেন তৃণমূলের (Tmc) সাংসদরা। কে কে ছিলেন তালিকায়? ছিলেন নাট্যব্যক্তিত্ব তথা সাংসদ অর্পিতা ঘোষ (Arpita Ghosh) থেকে বিশেষজ্ঞ চিকিৎসক তথা সাংসদ শান্তনু সেন (Santanu Sen), আবিররঞ্জন বিশ্বাস (Abirranjan Biswas) পর্যন্ত সবাই। দিব্যি বল দেওয়া-নেওয়া করে বেশ কিছুক্ষণ গা ঘামান তাঁরা। আর বার্তা দেন, ত্রিপুরায় খেলা হবে।

 

আরও পড়ুন:’আনলক’ রাহুল গান্ধীর টুইটার, এবার তলব ভারতের ফেসবুক প্রধানকে

শুধু খেলা হবে নয়, “ত্রিপুরা জিতবে”। আর তার জন্যেই সেখানে বারবার যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) নিজের ত্রিপুরায় গিয়ে ২০২৩-এর লক্ষ্য স্থির করে দিয়ে এসেছেন। সেখানেই তাঁর প্রতি ত্রিপুরার মানুষের জনসমর্থন দেখে শঙ্কিত শাসকদল বিজেপি (Bjp) । ফলে পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে রীতিমতো দমন-পীড়ন শুরু করেছে তারা। কিন্তু তৃণমূল (Tmc) যে ভয়ে পিছিয়ে যাবে না বাংলা থেকে শীর্ষ নেতৃত্ব গিয়ে বারবার সেই বার্তাই দিচ্ছেন ত্রিপুরার জোড়াফুল শিবিরের নেতাকর্মীদের। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে 16 অগাস্ট বাংলা-সহ দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস পালন করবে তৃণমূল। আর তার আগেই শনিবার আগরতলায় সাংবাদিক বৈঠক শেষে ঝলক দেখালেন তৃণমূল সাংসদরা যা দেখে রাজনৈতিক মহলের মত, জিততেই খেলতে নেমেছে তৃণমূল।


Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...
Exit mobile version