খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমৃত ভারত প্রকল্পের কাজের সূত্রে স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড় করানো ছিল ওই লোহার বিম। সেখানেই খেলছিল ওই শিশু। হঠাৎই ভারী বিমটি পড়ে যায় শিশুটির শরীরের উপর। সঙ্গে সঙ্গেই রেল পুলিশ তাকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিশুটি তার পরিবার-সহ স্টেশন চত্বরে বসবাস করত বলে জানা গিয়েছে। মৃতের নাম জানা যায়নি এখনও। তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
ঘটনাটি ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। যাত্রীদের একাংশের অভিযোগ, রেলের গাফিলতির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। কাজ চলছে ঠিকই, কিন্তু নিরাপত্তা বলয়ে ফাঁক রয়ে গেছে, মন্তব্য এক যাত্রীর। খড়্গপুর ডিভিশনের রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- স্কুলে গুলির আতঙ্ক! শিক্ষকের উপর হামলার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রের
_
_
_
_
_
_
_
_