Wednesday, August 20, 2025

স্কুলে গুলির আতঙ্ক! শিক্ষকের উপর হামলার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রের

Date:

নজিরবিহীন ঘটনা ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরেশ্বর হাইস্কুলে। ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষকের কাছে চড় খেয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে দশম শ্রেণীর ছাত্র নিলাঞ্জন দোলাই। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই সে লোডেড ৯ মিমি পিস্তল, ছুরি ও পাঞ্চ জাতীয় অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে শিক্ষককে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা।

বিদ্যালয়ের একাধিক সূত্রের দাবি, ইতিহাসের ক্লাস চলাকালীন সহপাঠীদের বিরক্ত করছিল নিলাঞ্জন। শিক্ষক পরিমল আট্টে বাধা দিলে প্রথমে তাকে এক চড় মারেন। অপমানিত হয়ে নিলাঞ্জন প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানালেও তা গুরুত্ব দেওয়া হয়নি। টিফিনের সময় স্কুল থেকে বেরিয়ে গিয়ে অস্ত্র হাতে ফিরে আসে সে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তখন রীতিমতো সিনেমার ভিলেনের মতো আচরণ করতে থাকে ওই ছাত্র।

অভিযোগ, শিক্ষককে দেখে সরাসরি তাড়া করতে শুরু করে নিলাঞ্জন। সহপাঠীরা বাধা দিলে সে স্কুল থেকে বেরিয়ে যায় এবং শিক্ষক পরিমল আট্টের ভাড়া বাড়ির দিকে ছুটে যায়। আতঙ্কের আবহ তৈরি হলেও তার আগেই সিভিক ভলেন্টিয়ার এবং থানার ওসি মিলে নিলাঞ্জনকে পাকড়াও করেন। শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করার পরই বেলিয়াবেড়া থানার পুলিশ নিলাঞ্জনকে আটক করে। মঙ্গলবার দুপুরে তাকে ঝাড়গ্রাম জুভেনাইল কোর্টে পেশ করা হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- মধ্যমগ্রাম বিস্ফোরণে পরকীয়া-যোগ! প্রেমিকার স্বামীকে খুনের ছক কষেছিল সচ্চিদানন্দ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version