Sunday, November 16, 2025

বিয়ের পিঁড়িতে বসতে লেছেন অনিল কাপুরের (anil kapoor) ছোট কন্যা তথা সোনামের বোনi(ster of sonam kapoor) রিয়া। আজ শনিবার ১৪ই আগস্ট একান্ত() ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়বেন রিয়া । পাত্র বলিউডেরই।প্রযোজক-পরিচালক করণ বুলানি। সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। অন্যদিকে অভিনেতা অনিল কাপুরের বড় মেয়ে সোনম অভিনয় জগতে এলেও ছোট মেয়ে রিয়া কিন্তু ক্যামেরার পিছনে থাকতে বেশি পছন্দ করেন। রিয়া প্রযোজক । রিয়া এবং করণ একসঙ্গে মিলে বেশ কিছু শর্ট ফিল্ম এবং আর্ট ফিল্মের প্রযোজনা ও পরিচালনার কাজ সামলেছেন।

 

 

দীর্ঘ ১৩ বছর ধরে রিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন করণ। বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কাপুর পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। তবে তোড়জোড় চলছে। নিঃশব্দে। কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ ভাবে । অনিল কাপুরের বড় মেয়ে – জামাই সোনম এবং আনন্দ আহুজা ইতিমধ্যে মুম্বইতে এসে গেছেন। বিয়ের অনুষ্ঠানের যাবতীয় আয়োজন জুহুতে কাপুরদের নিজেদের বাড়িতেই হচ্ছে। নিমন্ত্রিতদের তালিকায় কোন হেভিওয়েট মানুষজনের নাম নেই। শুধুই ঘরের এবং কাছের মানুষরা। অনিল কাপুরের বাড়ি সেজে উঠেছে আলোয়। ইতিমধ্যেই ফুল ও বাড়ি সাজানোর সরঞ্জাম নিয়ে গাড়ি পৌঁছেছে সেখানে। গত রাতে হবু জামাইকেও দেখা গিয়েছেন শ্বশুরবাড়ি থেকে বের হতে। বলিউড সূত্রে জানা গিয়েছে বিয়ের অনুষ্ঠান হবে দু তিন দিন ধরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ বিয়ে নিয়ে কাপুর পরিবার এবং পাত্রপক্ষ কেউ ই হইচই হোক সেটা চাইছেন না।

 

শোনা যাচ্ছে, দু’দিন ধরে হবে বিয়ে। মিডিয়ার প্রবেশ নিষেধ। জুহুতে অনিলের বাংলোতেই শুভ পরিণয় হওয়ার কথা। হাজির থাকবেন পরিবারের একদম কাছের মানুষরা। বিয়ে নিয়ে অযথা হইচই নাকি একেবারেই চাইছে না কাপুর পরিবার।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version