Thursday, August 28, 2025

মোদির ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’: রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ বিরোধীদের

Date:

স্বাধীনতা দিবসের আগে ফের রাজনৈতিক তাস খেললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)! 75 তম স্বাধীনতা দিবসের আগের দিনকে ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে পালনের ডাক দেন তিনি। ১৪ অগাস্ট দিনটিকে এবার থেকে এভাবে পালনের কথাই নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ বিরোধীদের।

১৪ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান (Pakistan) ৷ এবার থেকে এই দিন দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি৷ এ দিন টুইটে মোদি লেখেন, “দেশভাগের যন্ত্রণা কোনও দিন ভোলা যাবে না৷ তীব্র ঘৃণা ও হিংসার শিকার হয়ে লক্ষ লক্ষ ভাই-বোন ভিটে-মাটি ছাড়া হয়েছিলেন। অনেকে প্রাণ হারিয়েছিলেন৷ সেই সংগ্রাম এবং ত্যাগকে স্মরণ করেই ১৪ অগাস্ট দিনটিকে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস হিসেবে এবার থেকে পালন করা হবে৷” এটা একতা, সামাজিক সম্প্রীতি এবং মানবিকতার বোধকেও মজবুত করবে বলে মত প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন:কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে খুন, তদন্তে এন্টালি থানার পুলিশ

কিন্তু মোদির এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু দেখা দেয়৷ তৃণমূল নেতা নির্বেদ রায় (Nirbed Ray) কটাক্ষ করে বলেন, যাঁরা ইংরেজদের দেশভাগের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন, তাঁরাই আজ দেশভাগ দিবসকে স্মরণ করতে চাইছেন৷ তৃণমূল নেতা তথা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, বাংলা আর পঞ্জাবের দেশভাগের ইতিহাস আলাদা৷ এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়৷ অনেক ভেবেচিন্তে কোনও ঘোষণা বা মন্তব্য করা উচিত৷ সামনেই পঞ্জাবের নির্বাচন। সে দিকে তাকিয়েই এই সেন্টিমেন্টাল কার্ড খেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ব্রাত্যর।

তবে, প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে অত্যন্ত সময়োচিত বলে মত করছেন বিজেপির (Bjp) । তাদের পাল্টা যুক্তি, দেশভাগের ইতিহাস আগামী প্রজন্মকে জানানোর জন্যই দেশভাগের স্মৃতিতে বিশেষ দিন পালন করার ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version