Sunday, November 9, 2025

মোদির ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’: রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ বিরোধীদের

Date:

স্বাধীনতা দিবসের আগে ফের রাজনৈতিক তাস খেললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)! 75 তম স্বাধীনতা দিবসের আগের দিনকে ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে পালনের ডাক দেন তিনি। ১৪ অগাস্ট দিনটিকে এবার থেকে এভাবে পালনের কথাই নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ বিরোধীদের।

১৪ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান (Pakistan) ৷ এবার থেকে এই দিন দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি৷ এ দিন টুইটে মোদি লেখেন, “দেশভাগের যন্ত্রণা কোনও দিন ভোলা যাবে না৷ তীব্র ঘৃণা ও হিংসার শিকার হয়ে লক্ষ লক্ষ ভাই-বোন ভিটে-মাটি ছাড়া হয়েছিলেন। অনেকে প্রাণ হারিয়েছিলেন৷ সেই সংগ্রাম এবং ত্যাগকে স্মরণ করেই ১৪ অগাস্ট দিনটিকে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস হিসেবে এবার থেকে পালন করা হবে৷” এটা একতা, সামাজিক সম্প্রীতি এবং মানবিকতার বোধকেও মজবুত করবে বলে মত প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন:কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে খুন, তদন্তে এন্টালি থানার পুলিশ

কিন্তু মোদির এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু দেখা দেয়৷ তৃণমূল নেতা নির্বেদ রায় (Nirbed Ray) কটাক্ষ করে বলেন, যাঁরা ইংরেজদের দেশভাগের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন, তাঁরাই আজ দেশভাগ দিবসকে স্মরণ করতে চাইছেন৷ তৃণমূল নেতা তথা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, বাংলা আর পঞ্জাবের দেশভাগের ইতিহাস আলাদা৷ এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়৷ অনেক ভেবেচিন্তে কোনও ঘোষণা বা মন্তব্য করা উচিত৷ সামনেই পঞ্জাবের নির্বাচন। সে দিকে তাকিয়েই এই সেন্টিমেন্টাল কার্ড খেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ব্রাত্যর।

তবে, প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে অত্যন্ত সময়োচিত বলে মত করছেন বিজেপির (Bjp) । তাদের পাল্টা যুক্তি, দেশভাগের ইতিহাস আগামী প্রজন্মকে জানানোর জন্যই দেশভাগের স্মৃতিতে বিশেষ দিন পালন করার ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

 

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version