চিত্রসাংবাদিক রনি রায় স্মরণে প্রদর্শনী, রক্তদান

অকালপ্রয়াত চিত্রসাংবাদিক রনি রায়ের স্মরণে ছবির প্রদর্শনী এবং রক্তদান শিবির হল শনিবার। রনির জন্মদিনের প্রাক্কালে। কেশব সেন স্ট্রিটের আরোরা সমাজ হলে সকালে ছবির প্রদর্শনী উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ ও সাংবাদিক কুণাল ঘোষ। বিকেলে হয় রক্তদান শিবির। আয়োজক ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও রায় পরিবার। ছিলেন রনির দাদারা, ভাইপো ভাইঝিরা। কমলেশ শর উদ্যোগে স্থানীয় নাগরিকরা সামিল হন। আকর্ষণীয় ছবির সম্ভার নজর কাড়ে। রনির তোলা অনেক তারকার ছবি। আবার কোনো ছবিতে রনি নিজে। সুনীল গাভাসকার থেকে শুরু করে বহু তারকার ব্যতিক্রমী ছবি দেখে মুগ্ধ দর্শকরা। স্মৃতিচারণে উঠে আসে রনির চিত্রসাংবাদিকতায় দক্ষতার কথা। আসে সমাজসেবী রনির ভূমিকার কথাও। উল্লেখ্য, কিছুকাল আগে রনির স্ত্রী পিঙ্কি ক্যান্সারে প্রয়াত হন। এরপর চলে গেলেন রনি।

advt 19

 

Previous articleকিশোরকে চোর সন্দেহে পিটিয়ে খুন, তদন্তে এন্টালি থানার পুলিশ
Next articleমোদির ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’: রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ বিরোধীদের