Saturday, November 15, 2025

ত্রিপুরায় আক্রান্ত দোলা-অপরূপা: ফোন মমতার, জঙ্গলরাজের সন্ত্রাস: তীব্র প্রতিক্রিয়া কুণালের

Date:

স্বাধীনতা দিবসে ত্রিপুরায় পরপর দু’বার হামলার অভিযোগ তৃণমূল (Tmc) সাংসদ দোলা সেন (Dola Sen) ও অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) গাড়ির উপর। এই ঘটনার পর তাদের ফোন করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পরিস্থিতি বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। দলীয় সাংসদদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রথমে টুইটে তিনি বলেন, “স্বাধীনতা দিবসে জঙ্গলরাজের সন্ত্রাস”। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল অভিযোগ করেন, “ত্রিপুরায় (Tripura) অলিখিত জরুরি অবস্থা জারি করছে বিজেপি (Bjp) সরকার। আমাদের দুই সাংসদের উপর কুৎসিত হামলা হয়েছে। দোলা সেনের সহায়ক গুরুতর জখম। অপরূপা পোদ্দারের ফোন, ব্যাগ সব কেড়ে ফেলে দেওয়া হয়েছে”। একজন বৃদ্ধা সেই ব্যাগ কুড়িয়ে তুলে দিয়েছেন বলে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রথমে থাইরুমে তৃণমূল সাংসদের গাড়ির উপর হামলা করা হয়। মাথা ফাটে দোলা সেনের আপ্তসহায়কের। অপরূপা পোদ্দারের ব্যাগ ও নথি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। দুই সাংসদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। বেলুনিয়ায় ফের গাড়িতে ইট ছোড়া হয়। দোলার অভিযোগ, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন- রাজি হয়েও শেষবেলায় গুজরাটে ‘খেলা হবে দিবস’ পালনের অনুমতি বাতিল, ক্ষুব্ধ তৃণমূল

ঘটনার প্রতিবাদে এদিন বিকেলে একটি মিছিল করেন ত্রিপুরায় থাকা অন্য তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষরা। ত্রিপুরায় গান্ধি মূর্তির সামনে বসে প্রতিবাদ জানান তাঁরা। প্রশ্ন তোলেন সেখানকার আইনশৃঙ্খলা নিয়ে। চিকিৎসার জন্য দোলা সেন ও অপরূপা পোদ্দার কলকাতায় ফিরে এসেছেন। ফিরে এসেছেন দোলা সেনের আপ্তসহায়কও।

 

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version