Thursday, August 28, 2025

৭৫তম স্বাধীনতা দিবসেও কেন্দ্রীয় সাহায্যের আশায় শ্রীরামপুরের বিপ্লবীর পরিবার

Date:

দেখতে দেখতে দেশের স্বাধীনতার বয়স হল ৭৫ বছর। কিন্তু আজও শ্রীরামপুরের স্বাধীনতা সংগ্রামী ক্ষিতীশচন্দ্র রায়কে (Khitischandra Ray) কোনও স্বীকৃতি দিল না কেন্দ্রীয় সরকার- (Central Government) অভিযোগ পরিবারের।

স্বাধীনতার দাবিতে উত্তাল দেশ। সালটা ১৯৪৫। সশস্ত্র বিপ্লবীদের মিছিলে প্রথম সারিতে ন্যাশনাল আর্মি (আইএনএ)কমান্ডিং অফিসার জ্ঞান সিং, ক্যাপ্টেন আব্দুল হোসেন সঙ্গে ক্ষিতীশচন্দ্র রায়। চোখের পলক পড়তে না পড়তেই ব্রিটিশদের বন্দুকের নল থেকে বেড়িয়ে এল গরম বুলেট। পায়ের পেশি ছিন্নভিন্ন হয়ে গেল ক্ষিতীশ রায়ের। রক্তাক্ত বিপ্লবীকে পুলিশের চোখ আড়াল করে নিয়ে চলে গেলেন সহযোদ্ধারা। সে বছর অধুনা বাংলাদেশের কক্সবাজারে চলছিল গোপন মিটিং। পুলিশ ও মিলিটারির যৌথ অভিযানে ধরা পরেন ক্ষিতীশচন্দ্র রায়। ঠিকানা হল চট্টগ্রাম (Chattagram) জেলা। পরের বছর ১৯৪৬ সালের ১৩ মার্চ জেল থেকে পালিয়ে সোজা কলকাতার খিদিরপুরে। শুরু হল আবার আন্দোলন। যোদ্ধাদের স্বপ্ন হল বাস্তব। অবশেষে এল স্বাধীনতা। ক্ষিতীশ রায়ের লড়াই চলতেই থাকল। কেন্দ্র সরকার এই স্বাধীনতা সংগ্রামীকে স্বীকৃতিটুকুও দেয়নি অভিযোগ পরিবারের। আর এখন স্বাধীনতা সংগ্রামী ক্ষিতীশচন্দ্র রায়ের পরিবারের ঠিকানা শ্রীরামপুরের মহেশ কলোনির টালির বাড়িতে।

প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী দুই ছেলেকে নিয়ে কোনও রকমে সংসার চলান। রাজ্য সরকারের তরফ থেকে সাহায্য রয়েছে বলেই জীবনধারণ করতে পারছেন ডলে জানান তাঁর স্ত্রী। তাঁর এক ছেলে অটো চালক। আর এক ছেলে শ্রীরামপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মী। পরিবারের অভিযোগ, আজও পর্যন্ত জুটল না কেন্দ্রের সাহায্য। বিভিন্ন দফতরে চিঠি কোনও সুরাহা হয়নি। মেলেনি কোনও সাহায্য। লালকেল্লায় উঠল জাতীয় পতাকা। কিন্তু যাঁদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছিল, তাঁদের পরিবারই এখন অন্ধকারে।

আরও পড়ুন:বিধি মেনে বর্ণাঢ্য অনুষ্ঠান রেড রোডে, পতাকা উত্তোলন-পুরস্কার প্রদান মুখ্যমন্ত্রীর

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version