স্বাধীনতার ৭৫ তম বছর। এবার ১৫ অগাস্ট উদযাপনে দেশের সামরিক শক্তির প্রদর্শন করে কলকাতা বন্দরে পৌঁছল রণতরী আইএনএস কুঠার।

নৌসেনা সূত্রের খবর, কলকাতা বন্দরে স্বাধীনতার অমৃত মহোত্স উপলক্ষে ১১ তারিখ এসে পৌঁছয় যুদ্ধজাহাজ আইএনএস কুঠার। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সেনার তিন বাহিনীর সদস্য ও তাদের পরিবারকে জাহাজটি ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়। করোনা আবহে সমস্ত বিধিনিষেধ মেনে সাধারণ মানুষের জন্যও দরজা খুলে দেওয়া হয় যুদ্ধজাহাজটির। এই অত্যাধুনিক করভেটটিতে রয়েছে অত্যাধুনিক অস্ত্রের সম্ভার।

আরও পড়ুন- রেড রোডে ৩০ মিনিট স্বাধীনতা দিবস উদযাপন, প্রথম ট্যাবলো “লক্ষ্মীর ভাণ্ডার”
