Tuesday, August 26, 2025

ব্যারাকপুর থেকে বারুইপুর, খেলা হবে শিলিগুড়ি-জঙ্গলমহলেও

Date:

Share post:

কলকাতার মতো শহরতলী ও জেলায় জেলায় “খেলা হবে” দিবসকে কেন্দ্র করে তুমুল উৎসাহ তৈরি হয়েছে। মফস্বল শহর ও জেলার বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতগুলির উদ্যোগে খেলা হবে দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে যেমন “খেলা হবে” দিবস নিয়ে উৎসাহ তুঙ্গে ঠিক একই ভাবে পিছিয়ে নেই জঙ্গলমহলের জেলাগুলিও। আবার শহরতলীর বিভিন্ন এলাকায় স্থানীয় বিধায়ক ও পৌরসভার তত্ত্বাবধানে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে খেলা হবে দিবস পালন করবেন বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। আগামীকাল, সোমবার ব্যারাকপুর পৌরসভার পরিচালনায় খেলা হবে দিবস উদযাপন হবে দুপুর ২.৩০ মিনিটে, ব্যারাকপুর স্টেডিয়াম মাঠে। যেখানে বিধায়ক রাজ চক্রবর্তী একাদশ বনাম পুর প্রশাসক উত্তম দাস একাদশের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট ফুটবলাররা।

একইভাবে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরে সোমবার দিনভর খেলা হবে দিবস অনুষ্ঠিত হবে বারুইপুর পৌরসভার পরিচালনায়। যেখানে বারুইপুর ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন ও বারুইপুর পুরসভা একাদশের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে অংশ নেবেন প্রাক্তন ও বর্তমান বেশকিছু ফুটবলার। বিকেলের দিকে মহিলাদের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। বারুইপুর পৌরসভার খেলা হবে দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পৌরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস-সহ আরও অনেকে।

শিলিগুড়িতেও ‘খেলা হবে’ দিবসের প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ অগাস্ট রাজ্যব্যাপী খেলা হবে দিবস পালনের আহ্বান করেছেন। তাই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গোটা শহরে তৃণমূল কংগ্রেস কর্মীরা একাধিক কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে উদযাপন করবেন বলে জানিয়েছেন।ওইদিন, মাটিগাড়া ব্লক -১ ব্লক ফাইনাল প্রতিযোগিতা (সন্ধ্যা ৭ ঘটিকা) অনুষ্ঠিত হবে। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন এলাকায় আঠারখাই অঞ্চলে (সদর) হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিকে, মাটিগাড়া ব্লক – ২ এর অধীন ১ দিবসীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা (দিবা – রাত্রি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- খেলা হবে দিবস: যুবভারতীর মায়াবী আলোয় প্রীতি ম্যাচে INDIA XI বনাম IFA XI

এছাড়াও দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, হুগলি-সহ জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল উৎসাহের সঙ্গে পালিত হতে চলেছে খেলা হবে দিবস। advt 19

 

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...