Tuesday, August 26, 2025

বাকস্বাধীনতা নিয়ে আদবানির বার্তা, ইঙ্গিত কি মোদি সরকারের দিকেই?

Date:

“বিবিধের মাঝে ঐক্য ও বাক স্বাধীনতা দেশের গণতন্ত্রের সারকথা। সকলের উচিত গণতন্ত্রের অন্যতম মূল এই ভিত্তিকে শক্তিশালী করার চেষ্টা করা।” স্বাধীনতা দিবসের প্রাক্কালে শনিবার এমনই বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির(BJP) মার্গদর্শক মন্ডলীর সদস্য লালকৃষ্ণ আদবানি(Lal Krishna Advani)। প্রবীণ এই বিজেপি নেতার এহেন বার্তার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ঘুরিয়ে মোদি সরকারের(Modi government) উদ্দেশ্য এই বার্তা দিলেন প্রবীণ রাজনীতিবিদ।

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক বিবৃতিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালকৃষ্ণ আদবানি বলেন, “চিরকাল আমার দৃঢ় বিশ্বাস ভারতীয় গণতন্ত্রের সারকথা হলো বিবিধতার মাঝে ঐক্য এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান। এবং এই দুই ক্ষেত্র ভারতকে সফল গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে। সেহেতু দেশের গণতন্ত্রের অন্যতম এই দুই ক্ষেত্রকে সার্বিকভাবে আরও শক্তিশালী করার চেষ্টা করা উচিত।” লালকৃষ্ণ আদবানির এই বার্তার পর রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের তরফে বারবার অভিযোগ উঠেছে, মোদি জমানায় দেশে বাকস্বাধীনতা কার্যত শেষের পথে। সাংবাদিক হোক বা সমাজকর্মী সরকারবিরোধী বা সমালোচনা মূলক কোনো বক্তব্যকে রাষ্ট্রের রক্তচক্ষুর রোষানলে পড়তে হয়েছে বারবার। নানাভাবে হেনস্থা ও নতুন আনা ইউএপিএ আইন প্রয়োগ হয়েছে সরকারের সমালোচকদের উপর। নয়া এই আইন নিয়ে প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালতও। পেগাসাস কাণ্ডে দেশবাসীর উপর বেআইনি নজরদারির ঘটনাও প্রশ্ন তুলছে গণতন্ত্রকে রক্ষা করার লক্ষ্যে সরকারের ভূমিকা নিয়ে। এহেন পরিস্থিতির মাঝে লাল কৃষ্ণ আদবানির এই বার্তা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:ট্রাডিশন বদলে আলিমুদ্দিনে উড়ল জাতীয় পতাকা!

পাশাপাশি এবারের স্বাধীনতা দিবসের মূল ভাবনা, ‘দেশ আগে এবং সর্বদা সর্বাগ্রে’-এর প্রশংসা করেন আদবানি। এবং বলেন, “আমি এই প্রতিধ্বনিটি আমার নিজের জীবনে প্রতিফলিত করছি সর্বদা, ‘জাতি আগে, দল আগে, স্বয়ং শেষ’।” আডবানি (৯৩) আরও বলেন, ১৯৪৭ সালে স্বাধীনতার বিজয়ের সঙ্গে দেশভাগের দুঃখ জুড়ে ছিল। করাচী বংশোদ্ভূত এই নেতা বলেন, নিজে সেই ঘটনার শিকার হওয়ার পর শিকার হওয়ার ফলে তিনি অনুভব করতে পারেন সীমান্তের দুই প্রান্তে তৎকালীন বাস্তুচ্যুত মানুষের হৃদয়ের ক্ষত কতখানি।

 

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version