পুজোর দু মাস আগেই স্বাধীনতার দিনে চক্ষুদান। অঙ্গীকার করলেন তৃণমূল কর্মীরা। অভিনব প্রতিবাদ।ত্রিপুরায় পুলিশি অত্যাচার, দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত। তাই স্বাধীনতার দিনেই অভিনব প্রতিবাদ। চোখে কালো কাপড় বেধে পতাকা উত্তোলন । নিজেদের চোখ দানের অঙ্গীকার।
আর অনেক পায়রা একসঙ্গে খাঁচা খুলে উড়িয়ে দিয়ে এবং বিনামূল্যে চশমা বিতরণের মাধ্যমে অভিনব স্বাধীনতা দিবস উদযাপন।

আরও পড়ুন- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সবজি বিক্রি করলেন মদন মিত্র

নারায়ণতলা ব্যায়াম সমিতির এই অনুষ্ঠানে হাজির ছিলেন অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তী, বিধান নগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুলটি বাগুই প্রমুখ ।
