Monday, November 10, 2025

সিপিআইএমের তারুণ্যের নীতিতে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন কারা?

Date:

একুশের বিধানসভা ভোটে প্রার্থী তালিকা তারুণ্যের উপর জোর দিয়েছিল সিপিআইএম (Cpim)। এক ঝাঁক তরুণ মুখকে সামনে এনে লড়াইয়ের ময়দানে নেমেছিল বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম। তাতে জয় আসেনি, তবে একটা শোরগোল পড়ে ছিল একথা ঠিক। আর সেই জয় না আসার কারণ হিসেবেও যে তত্ত্ব উঠে এসেছিল, তার অন্যতম কারণ ছিল ভোটের আগে হঠাৎ করে তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসা। কিন্তু আগে তাঁদের দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়নি। কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটি দু’জায়গাতেই এখনও বসে আছেন প্রবীণরা। এবার তারুণ্যের রাস্তায় হাঁটতে চলেছে সিপিআইএম। সম্প্রতি আলিমুদ্দিনে দলের রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় কমিটিতে ৭৫, রাজ্য কমিটিতে ৭২ এবং জেলা কমিটিতে ৭০ পার হলেই অবসর।

২০১১-তে পর থেকেই সিপিআইএমের ভোট ব্যাঙ্কে ধস নামে। একের পর এক নির্বাচনে ভরাডুবি হয় সিপিআইএম তথা বামফ্রন্টের। ২০১৯-র লোকসভা নির্বাচনে রাজ্য থেকে একটি আসনও পায়নি সিপিআইএম। এবারের বিধানসভা নির্বাচনে সংখ্যাটা শূন্য। সবমিলিয়ে লোকসভা, রাজ্যসভা থেকে শুরু করে বিধানসভাতেও অস্তিত্বহীন বাংলার সিপিআইএম।

এই পরিস্থিতিতে কিছুদিন আগেই সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী তথা নেতা গৌতম দেব (Goutam Dev) বলেন, অশীতিপর নেতার কী বা দেওয়া থাকতে পারে দলকে! এরপর এই তরুণ প্রজন্মকে নিয়ে আসার কথা সামনে আসে। এই পরিস্থিতিতে যদি সত্যি নিয়ম মানা হয়, তাহলে কারা বাদ পড়তে পারেন কেন্দ্রীয় কমিটি থেকে? প্রথমেই নাম আসবে বিমান বসুর (Biman Basu)। বর্ষীয়ান এই সিপিআইএম নেতা বয়স হচ্ছে 81। তালিকায় কাছাকাছি থাকছেন বৃন্দা কারাত (Brinda Karat)। এই অক্টোবরেই তাঁর বয়স 74 পেরিয়ে যাচ্ছে। তারপরেই রয়েছেন প্রকাশ কারাত (Prakash (Karat), 73 তিনি। বাহাত্তরে রয়েছেন সূর্যকান্ত মিশ্র। এঁদের থেকে কিছুটা তরুণ সীতারাম ইয়েচুরি। এখনও 70 পেরোননি তিনি। কেন্দ্রীয় কমিটির আরেক নেতা মহম্মদ সেলিম 65 আশপাশেই আছেন। তবে, বাদ পড়তে পারেন বর্ষীয়ান নেতা হান্নান মোল্লা। কারণ ৭৫-এ রয়েছেন তিনি। সুতরাং এই নিয়ম চালু হলে কেন্দ্রীয় কমিটি থেকে অনেক পক্ককেশ নেতারই বিদায় হবে বলে মত রাজনৈতিক মহলের। আর সেখানে একেবারেই তরুণদের নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন সুজন চক্রবর্তীর মতো নেতারা। এখন সেই প্রস্তাব কতটা গৃহীত হয় সেটাই দেখার।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে সাড়ে সাত হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version