Tuesday, August 26, 2025

কাবুল থেকে ১২৯ যাত্রী নিয়ে নিরাপদে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়া বিমান

Date:

আশরাফ গনি সরকারের পতনের পর থেকে আফগানিস্তান পুরোপুরি তালিবানদের দখলে। ফলে পূর্বতন চুক্তি যে তারা মানবে না তা নিশ্চিত। তাই সে দেশ থেকে ভারতীয়দের নিরাপদে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দিল্লি। যদিও অন্য একাধিক রাষ্ট্রে দূতাবাস কর্মীদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেও ভারত এখনই সেই পদক্ষেপ করছে না। তবে দূতাবাস কর্মীদের সুরক্ষা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে ব্যাপারে কড়া নজর রাখছে ভারতের বিদেশ মন্ত্রক । এর আগে লকডাউনের সময় আফগানিস্তানের সঙ্গে ভারতের ‘এয়ার বাবল’ চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী করোনাকালেও দু’দেশের মধ্যে অসামরিক বিমান চলাচল জারি ছিল। আফগানিস্তানের ‘কাম এয়ার’ এবং ভারতের ‘এয়ার ইন্ডিয়া’ দিল্লি-কাবুল রুটে যথারীতি বিমান চলাচল করেছে । কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন । তাই ভারত আর কোনোভাবেই সে দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আপস করতে চায়না । সে কারণে দ্রুত সে দেশ থেকে বাসিন্দাদের এ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যেই কাবুল থেকে ১২৯ জন যাত্রী নিয়ে রবিবার রাতে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে এয়ার ইন্ডিয়ার (AI-244) বিমান ৷ আপাতত এটি কাবুল থেকে দিল্লি আসা শেষ বিমান বলে ধরে নেওয়া হচ্ছে। এর আগে দিল্লি-কাবুলের মধ্যে সপ্তাহে তিনবার এই বিমান চলাচল করতো ৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে তালিবান নেতারা কাবুলে সমস্ত রকম অসামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে কোনও বিদেশি উড়ান সেদেশে নামতে বা সে দেশ থেকে উঠতে পারবে না। রবিবার আফগানিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৬.০৬ মিনিটে কাবুল বিমানবন্দর থেকে রওনা হয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি এসে পৌঁছয় রাত ৮টা নাগাদ ৷

পরিবর্তনশীল পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকার। তবে এখনই কাবুলে থাকা ভারতীয় দূতাবাসের কর্মী বা নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়নি ভারত ৷

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version