ঢাকায় ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন

খায়রুল আলম, ঢাকা

যথাযথ মর্যাদায় ঢাকায় উদযাপন করা হল ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের। রবিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্বাধীনতা দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন বাংলাদেশের ভারতীয় নাগরিকরা। রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের চান্সেরি কমপ্লেক্সে রোববার সকালে ভারতের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পতাকা উত্তোলনের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে ভরতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বার্তা পাঠ করেন তিনি।

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বার্তায় দেশটির সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। ১৫ অগাস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়ে থাকে। সে কারণে ঢাকার ভারতীয় হাইকমিশন প্রতি বছর সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন করে।

আরও পড়ুন- শহরের রাস্তায় সাইকেলে নিষেধ প্রত্যাহারের আর্জি