🔹সেনসেক্স ৫৫,৫৮২.৫৮ (⬆️ ০.২৬%)

🔹নিফটি ১৬,৫৬৩.০৫(⬆️ ০.২১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। ৫৫ হাজারের গণ্ডি পারিয়ে রেকর্ড গড়ার পর সেই ধারা অব্যাহত রাখল দালাল স্ট্রিট। আরও ঊর্ধ্বমুখী হল বাজার। সোমবার এক ধাক্কায় ১৪৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৩৩ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে অতীতের ধাক্কা সামলে ১৪৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৪৫.২৯ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৫৮২.৫৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৩৩.৯৫ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,৫৬৩.০৫।
