Saturday, August 23, 2025

ভয়াবহ ভিডিও: কাবুল ছাড়তে প্লেনের চাকায় সওয়ার, মাঝআকাশে পড়ে মৃত ২

Date:

গোটা দেশ দখল করে নিয়েছে তালিবানরা(Taliban)। প্রাণ বাঁচাতে আফগানিস্তান(Afghanistan) ছাড়তে মরিয়া সেখানকার সাধারণ মানুষ। সোমবার সকালে কাবুল এয়ারপোর্টে(Kabul airport) লক্ষ মানুষের ভিড় জমেছে। বিমানে মিলছে না জায়গা। তালিবানের হাত থেকে বাঁচতে এই পরিস্থিতিতে বিমানের চাকায় ওপর চড়ে বসেছিলেন দুই জন। মাঝ আকাশে পড়ে মৃত্যু হল তাদের। ভয়াবহ এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছে গোটা বিশ্ব।

সোমবার কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারে কাতারে মানুষের ভিড়ের ছবি তুলে ধরেছে সংবাদমাধ্যম। তালিবানদের হাত থেকে রেহাই পেতে বিমানে ওঠার জন্য মানুষের হুড়োহুড়ি চোখে পড়তে দেখা গিয়েছে। বিমানে জায়গা না হওয়ায় বিমানের চাকায় সঙ্গে নিজেদের দড়ি দিয়ে বেঁধে দেশ ছাড়ার চেষ্টা করেন দুজন। কিন্তু শেষপর্যন্ত প্রাণ রক্ষা হয়নি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে বিমান রানওয়ে ছাড়ার পর মাঝ আকাশে বিমান থেকে পড়ে যান দুজন। ভয়াবহ এই ঘটনার ভিডিও দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। পাশাপাশি কাবুল বিমানবন্দরেও সোমবার ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রবল ভিড় সামাল দিতে শূন্যে গুলি চালাতে হয় মার্কিন সেনাকে। অসমর্থিত সূত্রের খবর, সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ওই পাঁচ জনের।

আরও পড়ুন:“তালিবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য প্রস্তুত”, বার্তা চিনের

এদিকে তালিবানের আধিপত্যে রাতারাতি স্বাধীনতা চলে গিয়েছে আফগান মানুষের। সমস্ত জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। মিলছে না পর্যাপ্ত খাবার। প্রশ্ন উঠছে সেখানকার মহিলাদের নিরাপত্তা নিয়ে। পাশাপাশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, কট্টরপন্থী তালিবান নেতা মোল্লা আব্দুল গনি আফগানিস্তানের রাষ্ট্রপতি হতে পারে। সম্প্রতি তার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে এত অল্প সময়ে গোটা আফগানিস্তান দখল করার জন্য আনন্দ প্রকাশ করেছেন তিনি।

 

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version