Saturday, November 8, 2025

তালিবান নীতি কী হবে ? বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ও মার্কিন বিদেশসচিব

Date:

আফগানিস্তান (Afghanistan) পুরোপুরি তালিবানি (Taliban) শাসনের কব্জায়।  আর পাকিস্তান (Pakistan) আফগানিস্তানের পাশে। ফলে এবার কাবুল -তালিবান নীতি কী হবে তা নিয়ে যথেষ্ট সংশয়েে (xternal affairs minister of India) ভারতীয় বিদেশমন্ত্রক। আশঙ্কা করা হচ্ছে এবার থেকে কাবুল অর্থাৎ তালিবান নীতি নির্ধারণে বড় ভূমিকা নেবে পাকিস্তান। আর ভারতের জন্য আরও একটি বিপদ রয়েছে । মনে করা হচ্ছে পাক মদতে সীমান্ত সন্ত্রাস এবার আরো জোরদার হবে। লস্কর (terrorist like laskar and jaish) ও জইশের মতো সন্ত্রাসবাদী সংগঠন গুলি সংগঠনগুলি এবার কাশ্মীরে লাগাতার হামলা চালাতে পারে। এই পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সোমবার দীর্ঘক্ষন আলোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে জয়শঙ্কর লিখেছেন, “আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সেক্রেটারি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনা হয়েছে। কাবুল বিমানবন্দরে দ্রুত পরিষেবা পুনর্বহাল করার বিষয়ে কথা হয়েছে। এই বিষয়ে আমেরিকার সহযোগিতা প্রশংসনীয়।”

বিদেশমন্ত্রী জানিয়েছেন ‘সোমবার রাতে কাবুলের ভারতীয় দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রদূত-সহ ওই দূতাবাসে কর্মরত সমস্ত ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। আপাতত, সেখানে কাজ করবেন শুধু আফগান কর্মীরা। যদিও তালিবান নেতৃত্ব আশ্বাস দিয়েছে বিদেশি কুটনীতিকদের নিরাপত্তা দেওয়া হবে। বিদেশি কূটনীতিকদের কোনোরকম ক্ষতি করা হবে না। সেইসঙ্গে ভারতকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তালিবানের মুখপাত্র। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তালিবান নেতৃত্বের ওপর বিশ্বাসযোগ্যতা প্রকাশের বার্তা কেউই দিচ্ছে না।

 

এদিকে, সোমবার আফগানিস্তান ও তালিবানি শাসন নিয়ে বৈঠকে বসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে কাবুলে তালিবান নেতাদের কাছে দ্রুত হিংসা থামানোর আবেদন জানানো হয়। গোটা বিশ্বের কাছে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আবেদন জানানো হয়েছে। যদিও রাষ্ট্রসঙ্ঘের আহবানকে আফগানিস্তানের তালিবান নেতৃত্ব কতটা মান্যতা দেবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞ মহল।

 

 

Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...
Exit mobile version