Sunday, November 9, 2025

পেগাসাস মামলায় কেন্দ্রকে সুপ্রিম নোটিশ, জাতীয় সুরক্ষার স্বার্থে পেগাসাস ব্যবহৃত: তুষার মেহতা

Date:

পেগাসাস (Pegasus) মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিল শীর্ষ আদালত। মঙ্গলবার, আদালতে কেন্দ্র জানায়, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব তথ্য জনসমক্ষে আনা সম্ভব নয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Meheta) আদালতে জানান, *জাতীয় সুরক্ষার কারণে পেগাসাসের মতো সফটঅয়্যারের ব্যবহার করতেই হয়। তবে, সাধারণ ক্ষেত্রে প্রয়োগ হয় না।* ১০ দিন পর ফের এই মামলার শুনানি।

সুপ্রিম কোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহতা মেনে নেন, জাতীয় সুরক্ষায় পেগাসাসের মতো সফটওয়ারের (Software) ব্যবহার করতে হয়।

 

সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে তুষার মেহতাকে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও তথ্য তাদের থেকে চাওয়া হচ্ছে না।কারণ সলিসিটর জেনারেলের মন্তব্য ছিল, পেগাসাসের মতো সফটওয়্যার সরকার কিনেছে কি না সে বিষয়টি প্রকাশ্যে আনলে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে। কিন্তু প্রস্তাবিত টেকনিক্যাল কমিটির সামনে তথ্য তুলে ধরতে কেন্দ্রের কোনও আপত্তি নেই।

 

সোমবারই প্রধান বিচারপতি এন ভি রামানা দুটি বিষয় জানতে চান। সরকার পেগাসাস ব্যবহার করেছে কি না যে কমিটি গঠন করা হবে, তাদের তদন্তের এক্তিয়ার কত দূর? সোমবারের শুনানিতে আদালতকে কেন্দ্রীয় সরকারের তরফে হলফনামা জমা দিয়ে জানানো হয়, বিশেষজ্ঞ কমিটি গড়ে পেগাসাস বিতর্কে তদন্ত করতে রাজি কেন্দ্র। সে ক্ষেত্রে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবে ওই কমিটি। সলিসিটর জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “মামলাকারীরা জানতে চান সরকার পেগাসাস ব্যবহার করেছিল কি না। যদি তা না হয়ে থাকে তাহলে অন্য কেউ এই সফটওয়্যার ব্যবহার করেছে কি না? বিষয়টি হলফনামা দিয়ে জানাতে অসুবিধা কোথায়?” উত্তরে তুষার মেহতা জানান, পেগাসাস মামলা বেশি প্রকাশ্যে এলে জাতীয় সুরক্ষায় প্রভাব পড়বে”। তিনি আদালতকে জানান, কেন্দ্র কমিটি তৈরি করতে প্রস্তুত।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version