Wednesday, November 12, 2025

পেগাসাস মামলায় কেন্দ্রকে সুপ্রিম নোটিশ, জাতীয় সুরক্ষার স্বার্থে পেগাসাস ব্যবহৃত: তুষার মেহতা

Date:

পেগাসাস (Pegasus) মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিল শীর্ষ আদালত। মঙ্গলবার, আদালতে কেন্দ্র জানায়, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব তথ্য জনসমক্ষে আনা সম্ভব নয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Meheta) আদালতে জানান, *জাতীয় সুরক্ষার কারণে পেগাসাসের মতো সফটঅয়্যারের ব্যবহার করতেই হয়। তবে, সাধারণ ক্ষেত্রে প্রয়োগ হয় না।* ১০ দিন পর ফের এই মামলার শুনানি।

সুপ্রিম কোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহতা মেনে নেন, জাতীয় সুরক্ষায় পেগাসাসের মতো সফটওয়ারের (Software) ব্যবহার করতে হয়।

 

সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে তুষার মেহতাকে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও তথ্য তাদের থেকে চাওয়া হচ্ছে না।কারণ সলিসিটর জেনারেলের মন্তব্য ছিল, পেগাসাসের মতো সফটওয়্যার সরকার কিনেছে কি না সে বিষয়টি প্রকাশ্যে আনলে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে। কিন্তু প্রস্তাবিত টেকনিক্যাল কমিটির সামনে তথ্য তুলে ধরতে কেন্দ্রের কোনও আপত্তি নেই।

 

সোমবারই প্রধান বিচারপতি এন ভি রামানা দুটি বিষয় জানতে চান। সরকার পেগাসাস ব্যবহার করেছে কি না যে কমিটি গঠন করা হবে, তাদের তদন্তের এক্তিয়ার কত দূর? সোমবারের শুনানিতে আদালতকে কেন্দ্রীয় সরকারের তরফে হলফনামা জমা দিয়ে জানানো হয়, বিশেষজ্ঞ কমিটি গড়ে পেগাসাস বিতর্কে তদন্ত করতে রাজি কেন্দ্র। সে ক্ষেত্রে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবে ওই কমিটি। সলিসিটর জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “মামলাকারীরা জানতে চান সরকার পেগাসাস ব্যবহার করেছিল কি না। যদি তা না হয়ে থাকে তাহলে অন্য কেউ এই সফটওয়্যার ব্যবহার করেছে কি না? বিষয়টি হলফনামা দিয়ে জানাতে অসুবিধা কোথায়?” উত্তরে তুষার মেহতা জানান, পেগাসাস মামলা বেশি প্রকাশ্যে এলে জাতীয় সুরক্ষায় প্রভাব পড়বে”। তিনি আদালতকে জানান, কেন্দ্র কমিটি তৈরি করতে প্রস্তুত।

 

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version