উদ্বেগ কমিয়ে দীর্ঘ পাঁচ মাস পরে দেশে ফের দৈনিক সংক্রমণ ২৫ হাজারের ঘরে নামল।যদিও গতকালের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। গত ১৬ মার্চ ভারতে শেষ বার ২৫ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জনের।
সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কমেছে।এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬।বেড়েছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৮৩০ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন।