Thursday, November 13, 2025

তালিবানি আগ্রাসনে লণ্ডভণ্ড আফগানিস্তান যেন রিফিউজি ক্যাম্প

Date:

লণ্ডভণ্ড কাবুল এয়ারপোর্ট। ঠিক যেন বাসি বিয়েবাড়ি। ভাঙাচোরা বাক্স, এয়ারপোর্টের ট্রলি, মেশিনগানের খোল, রক্ত। এয়ারপোর্টের একপাশে পড়ে থাকা নীল রঙের স্ক্যানিং ট্রেতে পড়ে দুধের শিশু। কান্নায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু তাকাবে কে? তারচেয়েও বড় কথা, কে ফেলে গেল তার শিশু সন্তানকে! শুধু কী তাই! শিশু উদ্যানে চলছে অ্যাডল্ট সার্কাস। মেরি গো রাউন্ডে শিশুরা কোথায়? তালিবানি দল সেটাও বাদ দেয়নি। চাপতেই মড়াৎ। তো কী হয়েছে সেটা ছেড়ে পরেরটা। স্ট্রাইকিং জোনে অস্ত্র হাতে তালিবানিদের হিংস্র উল্লাস। দেশের একমাত্র মহিলা মেয়র বিদেশি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি খুন হওয়ার অপেক্ষায় আছি। রাস্তা দিয়ে মুখ ঢেকে বাঁচার জন্য দৌড়চ্ছেন মহিলা চলচ্চিত্র পরিচালক। যেন সিনেমা। এক কথায় কাবুলে নরক গুলজার।

কাবুলে বিমাননবন্দরে বিমান ওড়া বন্ধ। তবু বিমান উড়বে এই আশা নিয়ে অনেকে আসছেন। যদি মেলে, তাহলে দেশ ছাড়বে। দেশের বিমানবন্দর সেটা যে রেস্ট্রিক্টেড এরিয়া কে বলবে? সব পেয়েছির আসর। সবাই রাজা। তালিবানি হিংস্রতা কতোটা মারাত্মক বুঝিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে। লোকজনকে ভয় দেখানো হচ্ছে এলএনজির গুলি চালিয়ে। কথা না শোনার ফল? মাথা ন্যাড়া করে বেতের বাড়ি। ভিডিও ঘুরছে হাতে হাতে। শহরের এক প্রান্তে মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। মায়ের কাতর আর্তনাদ। মত্ত তালিবানির মোটেই তাতে কিছু যায় আসে না। সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে প্রেসিডেন্টের রাজপ্রাসাদের ছবি। সেখানে সোনার কাজ করা চেয়ারে পা তুলে বসে খানাপিনা চালাচ্ছে জঙ্গিরা। কী মারাত্মক, তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে তালিবানিরা।

আরও পড়ুন- অগ্নিকাণ্ডের স্মৃতি কাটিয়ে ফের খুলল বাগড়ি মার্কেট, খুশি বিক্রেতারা

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version