Monday, August 25, 2025

শুরু হয়েছিল গত জুন মাস থেকে। যা ধারাবাহিক ভাবে এখনও চলছে। কলকাতা-সহ রাজ্যজুড়ে একের পর এক “ভুয়ো” কাণ্ড (Fake Case)। ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএস, ভুয়ো স্ট্যান্ডিং কাউন্সিল, ভুয়ো পুলিশ অফিসার ও সরকারি কর্তা, ভুয়ো স্বাস্থ্য কর্মী, ভুয়ো চিকিৎসক, ভুয়ো সাংবাদিক, ভুয়ো সিআইডি, ভুয়ো পুর আধিকারিক, ভুয়ো কল সেন্টার। সেই ভুয়োর ছড়াছড়ির মাঝেই এবার ফের ধরা পড়ল ভুয়ো পুলিশ অফিসার (Fake Police Officer)।

আরও পড়ুন-ফের শহরের বুকে তাড়া করে দুষ্কৃতী ধরল পুলিশ, তৎপরতার প্রশংসা অভিযোগকারিণীর

হেলমেট না থাকায় ট্রাফিকের মামলা করতে গিয়েই পুলিশ বলে পরিচয় দেয় রাজীব চক্রবর্তী নামে ধৃত ওই যুবক। পুলিশ জানিয়েছে, টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে হেলমেটবিহীন দুই বাইক আরোহীকে আসলে দেখেন রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের সার্জেন্ট পার্থসারথী দত্ত তাদের আটকান। সার্জেন্ট বাইক চালককে হেলমেট নিয়ে প্রশ্ন করতেই বাইক চালক জবাব দেয়, সে কলকাতা পুলিশের অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর। গোয়েন্দা দফতরে কর্মরত। নাম রাজীব চক্রবর্তী।

তবে তার কথাবার্তায় অসঙ্গতি লাগে কর্তব্যরত সার্জেন্টের। সন্দেহ হলে তিনি পুলিশ পরিচয় দেওয়া বাইক আরোহীর পরিচয়পত্র দেখতে চান। তখন সে ‘কলকাতা পুলিশ এনরোলমেন্ট কমিটি’র পরিচয়পত্র দেখায়। তাতে কলকাতা পুলিশের লোগো দেওয়া। নিচে কলকাতা পুলিশ (Kolkata Police) তথা রাজ্য পুলিশের এক প্রাক্তন শীর্ষকর্তার জাল সই।

আরও পড়ুন-ত্রিপুরায় “তালিবানি বিপ্লব”, হোটেলে সায়িনীর রুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিচয়পত্রটি দেখেই ওই ট্রাফিক সার্জেন্ট বুঝতে পারেন সেটি জাল। এরপর রাজীবকে আটক করা হয়। তবে তার সঙ্গীকে ছেড়ে দেওয়া হয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাজীবকে রিজেন্ট পার্ক থানার (Regent Park PS) পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃত উত্তর বরানগরের বাসিন্দা। এলাকাতেও সে নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিত।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version