Sunday, November 9, 2025

আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ : বিদেশমন্ত্রী

Date:

এখনো বহু ভারতীয় (Indian) আটকে রয়েছে । আফগানিস্তানে(Afghanistan) বেসরকারি সংস্থায় কাজ করতেন এমন ভারতীয় সংখ্যাও অনেক। সবার খোঁজ পাওয়া এখনো সম্ভব হয়নি । তাদের প্রত্যেককে নিরাপদে দেশে ফিরিয়ে আনাই এখন ভারত সরকারের একমাত্র লক্ষ্য। তাই প্রতিমুহূর্তে আফগানিস্তানের প্রতি নজর রাখছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন । বিদেশ মন্ত্রী(external affairs Minister s. Jayshankar) বলেছেন যেহেতু আফগানিস্তানে সমস্ত রকম বিদেশি বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছে তাই সেখানে বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসাটা এখন ভারত সরকারের পক্ষে সবথেকে বড় চ্যালেঞ্জ । আফগানিস্তানের কোন প্রদেশে কত ভারতীয় রয়েছে সেসব তথ্য জানার এবং খোঁজ রাখার চেষ্টা আমরা করছি। তবে ভারত তালিবানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে কি না, সে বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের একটি বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী। সেখানে তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ‘এটা খুবই প্রাথমিক সময়। এই মুহূর্তে কাবুলের পরিস্থিতির দিকেই আমরা নজর রাখছি।’ ওই সব নাগরিককে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে একটি বিশেষ আফগানিস্তান সেলও গঠন করা হয়েছে। কোনও অমুসলিম আফগান নাগরিক যদি ভারতে পুনর্বাসন চান সেক্ষেত্রে এই সেলে যোগাযোগ করে সেই আবেদন জানানো যাবে। +919717785379 নম্বরে ফোন করে বা MEAHelpdeskindia@gmail.com,এই  ই-মেল আইডিতে মেল করে আবেদন করা যাবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, সরকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য সবরকম পদক্ষেপ করবে।

 

 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version