ব্রেকফাস্ট স্পোর্টস

১) জয় দিয়ে এএফসি কাপের অভিযান শুরু করল এটিকে মোহনবাগান। বুধবার তারা ২-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে।

২) জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন তারা  ৩-০ গোলে হারাল সার্দান সমিতিকে।

৩) ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে টোকিও প‍্যারালিম্পিক্স। তার আগে বুধবার টোকিও পৌঁছাল ভারতের প্রথম প‍্যারালিম্পিক্সের দল।

৪) ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দলকে আরও ১০ বছর স্পনসর করবে ওড়িশা সরকার। এদিন এমনটাই জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

৫) অলিম্পিক্সে রুপোজয়ী রবি কুমার দাহিয়ার নামে বিদ‍্যালয় দিল্লি সরকারের। এই সম্মান পেয়ে আপ্লুত রবি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া সহ অনেকে।

৬) মানবিক মারিয়া আন্দ্রেচিক, শিশুর চিকিৎসার জন‍্য অলিম্পিক্সের পদক নিলামে তুললেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ