Thursday, August 28, 2025

জেএনইউতে এবার মিলবে ডাক্তারি পড়ার সুযোগ , থাকবে অত্যাধুনিক হাসপাতালও

Date:

এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (Jawaharlal Nehru University) তৈরি হতে চলেছে মেডিকেল কলেজ (Medical College)। সেইসঙ্গে সমস্ত রকম সুপার স্পেশালিটি সুবিধাযুক্ত একটি হাসপাতাল (Super Specility Hospital)। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জে এন ইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সর্বসম্মতভাবে এই মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেএনইউ অ্যাক্ট, ১৯৬৬ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ভাইস চান্সেলর এম জগদীশ কুমার জানিয়েছেন, জেএনইউ অ্যাকাডেমিক কাউন্সিল সর্বসম্মতভাবে এই মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

 

মেডিক্যাল কলেজের সঙ্গে থাকবে হাসপাতাল। সেখানে থাকবে সুপার স্পেশালিটি বিভাগ সহ অন্যান্য বিভাগ।’ তিনি আরো জানিয়েছেনওই কলেজে পিএইচডি, এমডি, এমএস, এমবিবিএস পড়ানো হবে। আধুনিক ওষুধপত্রের সঙ্গে প্রাচীন চিকিৎসা পদ্ধতিকে মেলানো হবে। সেই সঙ্গে মানবিকতা ও সমাজবিদ্যার পাঠও দেওয়া হবে।’ যদিও জেএনইউতে আগে থেকেই বায়োমেডিক্যাল সংক্রান্ত গবেষণার সুযোগ রয়েছে। এবার মেডিক্যাল কলেজ তৈরি হলে হাতে-কলমে গবেষণার ক্ষেত্রে আরও অগ্রগতি হবে। যদিও জেএনইউ কবে থেকে এই মেডিক্যাল কলেজ চালু করবে, সেই বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কত টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রজেক্টে সেই তথ্যও আসেনি এখনও।অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে। যদিও সেই বৈঠকে ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে কেউ ছিল না বলে দাবি ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। কিন্তু এই জেএনইউ কর্তৃপক্ষের এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংসদ। পাশাপাশি সংসদের দাবি ভর্তি প্রক্রিয়া এবং আর্থিক বিষয় স্বচ্ছতার সঙ্গে দেখভাল করা হয়।

Related articles

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...
Exit mobile version