Thursday, January 29, 2026

জাতীয় পতাকা হাতে মিছিল, তালিবানের গুলিতে আফগানিস্তানে বহু মানুষ মৃত

Date:

Share post:

আফগানিস্তানের(Afghanistan) স্বাধীনতা দিবস(independence day) উপলক্ষে অসাদাবাদ শহরে শুক্রবার জাতীয় পতাকা হাতে বিশাল মিছিল বের করে স্থানীয় সাধারণ মানুষ। তাদের সেই মিছিলেই এলোপাথাড়ি গুলি চালাল তালিবান(taliban) জঙ্গি গোষ্ঠী। এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী, একদিন আগে এই ধরনের মিছিল বের করার ফলে ৩ জনকে খুন করেছিল তালিবান। সংবাদমাধ্যমে তরফের দাবি করা হচ্ছে তালিবান আফগানিস্তান দখল করার পর এই প্রথম এই ধরনের কোনো বড় মিছিল বের করা হলো। যেখানে আফগানিস্তানের বিশাল জাতীয় পতাকা নিয়ে রাস্তায় হাঁটার পাশাপাশি তালিবানের সাদা পতাকা ছিঁড়ে ফেলা হয়। মিছিলে উপস্থিত ছিলেন মহম্মদ সালিম নামে এক প্রত্যক্ষদর্শী। সংবাদমাধ্যমকে তিনি জানান, “বহু মানুষ এই মিছিলে স্বতঃপ্রণোদিত ভাবে অংশ নিয়েছিল। আমিও ছিলাম। মিছিল কিছুদূর যাওয়ার পর তালিবান জঙ্গিরা হামলা চালায়। বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় মিছিলের মধ্যে। তালিবান গুলি চালাতে শুরু করলে মানুষ যে যেদিকে পারে ছুড়তে শুরু করে। গুলির পাশাপাশি পদপৃষ্ট হয়ে প্রাণহানির সম্ভাবনাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না।”

আরও পড়ুন:জেএনইউতে এবার মিলবে ডাক্তারি পড়ার সুযোগ , থাকবে অত্যাধুনিক হাসপাতালও

উল্লেখ্য, ১৯ আগস্ট ইংরেজ শাসন থেকে মুক্ত হয়েছিল আফগানিস্তান। ফলে এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। গত বুধবার জালালাবাদে আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে নেমেছিল বহু মানুষ সেই মিছিলে গুলি চালায় তালিবান ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এর পর ফের একই রকমভাবে সাধারণ মানুষের উপর গুলি চালাল তালিবানরা।

advt 19

 

spot_img

Related articles

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...