তালিবানি শাসনে অত্যাচার, দমনপীড়নের আশঙ্কায় কোনওক্রমে দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন আফগানরা। রবিবার সন্ধ্যায় কাবুল ‘পতনের’ পর থেকে সেই মরিয়া মনোভাব আরও বেড়েছে। কাতারে-কাতারে মানুষ কাবুল বিমানবন্দরে ভিড় করেছেন। সবাই চাইছেন কোনওভাবে আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়া যায়।

আরও পড়ুন- দলের খেলায় খুশি বাগানের হ্যেডস্যার, এএফসি কাপে প্রথম গোল করে দলকে কৃতিত্ব কৃষ্ণার
বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি কাঠ বা লোহার বেড়ার ওপারে দাঁড়িয়ে আছেন অসংখ্য মহিলা এবং পুরুষ। যে বেড়ার চারপাশটা কাঁটাতার দিয়ে ঘেরা আছে। বেড়ার এপারে সম্ভবত মার্কিন সেনা আছে। আপাতত কাবুল বিমানবন্দরে প্রহরা দিচ্ছে মার্কিন সেনাই। বেড়ার ওপার থেকে কাঁদতে কাঁদতে এক মহিলাকে বলতে শোনা যায়, ‘হেল্প, হেল্প, দয়া করে সাহায্য করুন। আমি সাহায্য চাই। তালিবান আসছে। তালিবান আসছে।’ প্রতিটা শব্দ বলার সঙ্গে সঙ্গে তাঁর গলা ধরে আসছে। মনে হচ্ছে যেন প্রতিবার আর্জি নাকচে বাঁচার আশা একটু-একটু করে কমছে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ।
