কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকেই রোদের দেখা নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কলকাতার আকাশে কখনও রোদ কখনও আবার বৃষ্টির খেলা চলবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: দেশবাসীকে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা প্রথম লক্ষ্য, বিদেশমন্ত্রী জয়শংকর  

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরের উপর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। সেই কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি।ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ও শুক্রবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই দুই জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশেই থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৮০ শতাংশ। সর্বোচ্চ পরিমাণ হবে ৯৭ শতাংশ। ফলে হালকা বা মাঝারি বৃষ্টি হলেও গুমোট ভাব বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

advt 19