দেশবাসীকে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা প্রথম লক্ষ্য, বিদেশমন্ত্রী জয়শংকর  

তালিবানরা কাবুল দখলের পর থেকে চিন, পাকিস্তান তালিবানদের পাশে দাঁড়িয়েছে । কিন্তু ভারত এনিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনও মন্তব্য করেনি। যদিও , রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিদেশমন্ত্রী জয়শংকর জানিয়ে দিলেন, তালিবানরা কাবুল দখলের পর থেকে আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র । এই মুহূর্তে ভারতের প্রধান লক্ষ্য হল দেশবাসীকে সুরক্ষিত অবস্থায় এখানে ফিরিয়ে আনা ।তিনি বলেন, এই সময়ে আমরা কাবুলের পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছি । স্পষ্টতই, তালিবান এবং তার প্রতিনিধিরা কাবুল দখল করেছে । সুতরাং এই মুহূর্তে আমরা প্রত্যেকের মতো আফগানিস্তানের দিকে নজর রাখছি । আমাদের মূল লক্ষ্য হল আফগানিস্তানের নিরাপত্তা এবং ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা ।

advt 19

 

Previous articleভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করল আফগানিস্তানের তালিবানরা
Next articleকলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস