ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ৩০০ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৫,৩২৯.৩২ (⬇️ -০.৫৪%)

🔹নিফটি ১৬,৪৫০.৫০ (⬇️ -০.৭১%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৫৫ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। লাগাতার শেয়ারবাজারের গতি অব্যাহত থাকার পর শুক্রবার ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এদিন ফের ৩০০ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩০০.১৭ পয়েন্ট বা -০.৫৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৫,৩২৯.৩২। এনএসই নিফটি (NSE Nifty) -১১৮.৩৫ পয়েন্ট বা -০.৭১ শতাংশ নেমে হয়েছে ১৬,৪৫০.৫০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

advt 19