Sunday, August 24, 2025

নাসার এজেন্ট পরিচয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, কলকাতায় গ্রেফতার “স্মার্ট” যুবতী

Date:

এ যেন ভুয়োর (Fake) ছড়াছড়ি। কিন্তু এটাই হয়তো দেখার বাকি ছিল। ভুয়ো আইএএস, ডাক্তার, পুলিশ, সিবিআই আধিকারিক, সিআইডি, সরকারি আমলা, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আধিকারিক, সাংবাদিক—সবই দেখে ফেলেছে রাজ্যের মানুষ। এবার পুলিশের জালে ভুয়ো ‘‘নাসার এজেন্ট’’। এমনই পরিচয় দিয়ে একের পর এক প্রতারণা করছিল এক সুন্দরী যুবতী। অভিযোগ, এয়ারপোর্ট এলাকায় এক যুবতী নিজেকে নাসা (Nasa) ও ডিআরডিও (DRDO)’র এজেন্ট পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। সেই অভিযোগের ভিত্তিতে মধুমিতা সাহা নামে ওই যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: DW-র সাংবাদিককে না পেয়ে পরিবারের সদস্যকে খুন তালিবানের, নিখোঁজ আরও এক সাংবাদিক

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবতী যেমন কথাবার্তায় যেমন স্মার্ট, তেমনই প্রযুক্তিতে দুরন্ত সাউন্ড। এই দুইয়ের উপর ভর করে মানুষের বিশ্বাস জয় করে দিনের পর দিন চালাচ্ছিল প্রতারণা। কিন্তু সবকিছুর একটা শেষ থাকে। হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিং নামের এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ধৃত মধুমিতা সাহার। সে নরেন্দ্রর কাছে নিজেকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এজেন্ট বলে পরিচয় দেয়। এমনকী নাসার এজেন্ট বলেন দাবি করে। সুপার অ্যান্টিক মেটাল ডেলিভারি এজেন্টের কাজ করে। খুব কম খরচে এই অ্যান্টিক মেটাল সে পাইয়ে দিতে পারে বলেও দাবি করেছিলেন নরেন্দ্রর কাছে। নরেন্দ্র সেই ফাঁদে পড়েন। তখন তাঁর কাছ থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা নেয় ভুয়ো নাসার এজেন্ট।

আরও পড়ুন: আফগানিস্তানের পরিস্থিতিতে ধরা ছোঁয়ার বাইরে পোস্ত!

একের পর এক লেনদেনের পরেও যখন কিছুই পাননি নরেন্দ্র, তখন সন্দেহ হয়। অন্যদিকে ফোন বন্ধ মধুমিতার।
তখন প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী নরেন্দ্র সিং। এরপর তদন্তে নেমে পুলিশ দমদমে এয়ারপোর্ট এলাকা থেকে মধুমিতা সাহাকে গ্রেফতার করে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version