Friday, August 22, 2025

DW-র সাংবাদিককে না পেয়ে পরিবারের সদস্যকে খুন তালিবানের, নিখোঁজ আরও এক সাংবাদিক

Date:

ডিডব্লুর ৩ জন সাংবাদিকের(journalist) খোঁজে বেশ কিছুদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল তালিবানরা(taliban)। এবার সাংবাদিককে না পেয়ে তাঁর পরিবারের এক সদস্যকে খুন করল তালিবানরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বর্তমানে ওই সাংবাদিক জার্মানিতে রয়েছেন বলে জানা গেছে। শুধু তাই নয় আফগানিস্থানে(Afghanistan) নিখোঁজ রয়েছেন আরও এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নেমাতুল্লাহ হেমাত।

এদিকে নিঃসংশয় হত্যাকাণ্ডের ঘটনায় জার্মান সরকারের কাছে অভিনন্দ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ডিডব্লিউয়ের ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ। এক চিঠিতে তিনি আবেদন করেছেন, ‘আমাদের এক এডিটরের পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে। এর থেকেই বোঝা যায়, আফগানিস্তানে আমাদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা কী ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে, তালিবান সাংবাদিকদের সঙ্গে কী ধরনের আচরণ করছে। আমাদের হাতে আর সময় নেই। এখুনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’ এদিকে আফগানিস্তান দখলের পর তালিবান জঙ্গীরা বেছে বেছে সাংবাদিকদের হত্যা করছে বলে খবর পাওয়া গেছে। তুফান ওমর নামে রেডিও স্টেশনের এক প্রধানকে নৃশংসভাবে খুন করেছে জঙ্গিরা। খুন করা হয়েছে দুজন ট্রান্সলেটরকে। যারা জার্মানীর একটি সংবাদপত্রে নিয়মিত লিখতেন।

আরও পড়ুন:আফগানিস্তানের পরিস্থিতিতে ধরা ছোঁয়ার বাইরে পোস্ত!

শুধু তাই নয় তালিবান সংঘর্ষের সময় পুলিৎজার জয়ী ভারতীয় সংবাদিককে নৃশংস ভাবে খুন করেছিল তালিবানরা। যদিও সাংবাদিক বৈঠক করে তালিবানের তরফে জানানো হয়েছিল, যারা বিদেশিদের সঙ্গে কাজ করেছেন, তাদের উপর অত্যাচার করা হবে না। হত্যা করা হবে না। যারা বিদেশে পালিয়ে গেছেন, তাদেরকেও ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বাস্তব ছবি অন্যরকম। জানা যাচ্ছে রীতিমতো তালিকা তৈরি করে আফগানিস্তানে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে তালিবান।

 

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version