Tuesday, August 26, 2025

নাসার এজেন্ট পরিচয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, কলকাতায় গ্রেফতার “স্মার্ট” যুবতী

Date:

এ যেন ভুয়োর (Fake) ছড়াছড়ি। কিন্তু এটাই হয়তো দেখার বাকি ছিল। ভুয়ো আইএএস, ডাক্তার, পুলিশ, সিবিআই আধিকারিক, সিআইডি, সরকারি আমলা, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আধিকারিক, সাংবাদিক—সবই দেখে ফেলেছে রাজ্যের মানুষ। এবার পুলিশের জালে ভুয়ো ‘‘নাসার এজেন্ট’’। এমনই পরিচয় দিয়ে একের পর এক প্রতারণা করছিল এক সুন্দরী যুবতী। অভিযোগ, এয়ারপোর্ট এলাকায় এক যুবতী নিজেকে নাসা (Nasa) ও ডিআরডিও (DRDO)’র এজেন্ট পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। সেই অভিযোগের ভিত্তিতে মধুমিতা সাহা নামে ওই যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: DW-র সাংবাদিককে না পেয়ে পরিবারের সদস্যকে খুন তালিবানের, নিখোঁজ আরও এক সাংবাদিক

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবতী যেমন কথাবার্তায় যেমন স্মার্ট, তেমনই প্রযুক্তিতে দুরন্ত সাউন্ড। এই দুইয়ের উপর ভর করে মানুষের বিশ্বাস জয় করে দিনের পর দিন চালাচ্ছিল প্রতারণা। কিন্তু সবকিছুর একটা শেষ থাকে। হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিং নামের এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ধৃত মধুমিতা সাহার। সে নরেন্দ্রর কাছে নিজেকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এজেন্ট বলে পরিচয় দেয়। এমনকী নাসার এজেন্ট বলেন দাবি করে। সুপার অ্যান্টিক মেটাল ডেলিভারি এজেন্টের কাজ করে। খুব কম খরচে এই অ্যান্টিক মেটাল সে পাইয়ে দিতে পারে বলেও দাবি করেছিলেন নরেন্দ্রর কাছে। নরেন্দ্র সেই ফাঁদে পড়েন। তখন তাঁর কাছ থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা নেয় ভুয়ো নাসার এজেন্ট।

আরও পড়ুন: আফগানিস্তানের পরিস্থিতিতে ধরা ছোঁয়ার বাইরে পোস্ত!

একের পর এক লেনদেনের পরেও যখন কিছুই পাননি নরেন্দ্র, তখন সন্দেহ হয়। অন্যদিকে ফোন বন্ধ মধুমিতার।
তখন প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী নরেন্দ্র সিং। এরপর তদন্তে নেমে পুলিশ দমদমে এয়ারপোর্ট এলাকা থেকে মধুমিতা সাহাকে গ্রেফতার করে।

 

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version