Friday, May 16, 2025

সংশোধনাগারে জায়গা নেই, ২৭১ নারায়ণী সেনা কর্মীকে নিয়ে সমস্যায় কর্তৃপক্ষ

Date:

Share post:

২৭১ জন নারায়ণী সেনা কর্মীকে নিয়ে সমস্যায় জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ । বৃহস্পতিবার এদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি আদালত । আজ শুক্রবার ভোর রাত পর্যন্ত চলেছে সেই ২৭১ জন নারায়ণী সেনাকে জেলবন্দি করার প্রক্রিয়া । কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে ২৭১ জন আবাসিককে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে জেলবন্দি করার রেকর্ড আগে হয়নি । জেলের কোয়ারেন্টাইন ওয়ার্ড ভেঙে রাখা হচ্ছে নারায়ণী সেনাদের । নতুন করে একদিনে ২৭১ জন আবাসিক বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ । যদিও পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের । নতুন আবাসিকদের করোনা পরীক্ষা করার জন্য আজ ৩০০ কিট আনা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন-  ভার্চুয়াল বৈঠকে ঐক্যের বার্তা, বিরোধী জোটের মধ্যমণি মমতা

বর্তমানে জেলে নতুন আবাসিক এলে আগে করোনা টেস্ট করিয়ে পরে জেলের ভেতর ঢোকানো হয় । কিন্তু গতকাল রাত গড়িয়ে যাবার ফলে ২৭১ জন নতুন আবাসিকদের করোনা পরীক্ষা করানো সম্ভব হয়নি ৷ কোভিডের কারণে জেল থেকে প্যারোলে প্রায় ২০০ জন আবাসিককে ছাড়া হয়েছে ঠিকই, কিন্তু নতুন করে ২৭১ জন বিচারাধীন আবাসিকদের কোথায় রাখা হবে তা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে ।

গতকাল বিকেলে ময়নাগুড়ি থেকে গ্রেফতার করা হয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকা নারায়ণী সেনাদের । ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত ৷ এরপর প্রিজন ভ্যানে করে জেলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় ৷ কিন্তু এতজনকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ তার বদলে আদালতে আসা পুলিশের গাড়িতে করে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় নারায়ণী সেনাদের । একে একে ২৭১ জনের নাম নথিভুক্ত করা, তাঁদের সঙ্গে থাকা জিনিসপত্র জমা রেখে জেলের ভেতরে ঢোকাতে রাত পেরিয়ে সকাল হয়ে যায় ।

advt 19

 

spot_img

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...