চোটের কারণে ইউএস ( US Open) ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল(Rafael Nadal)। বাঁ পায়ে চোটের কারণে নাম প্রত্যাহার করে নিলেন তিনি। নাদাল না থাকায়, আরও সুবিধা হল নোভাক জোকোভিচের। ইউএস ওপেন জিতলে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেডেরার ও নাদালকে টপকে যেতে পারবেন তিনি।

এদিন টুইট করে নাদাল বলেন,” আমি আপনাদের জানাতে চাই, দুর্ভাগ্যজনক ভাবে আমাকে ২০২১ মরসুম শেষ করতে হচ্ছে। বিগত বেশকিছু বছর ধরেই পায়ের চোটের কারণে সমস্যা হচ্ছে। তবে কথা দিচ্ছি আমি ফিরে আসবই। তার জন্য অনেক খাটতে হবে আমায়। আমি খাটতে প্রস্তুত। ধন্যবাদ এই কঠিন সময়ে অমর পাশে থাকার জন্য।”

আরও পড়ুন:সাত পাকে বাঁধা পড়লেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা পেসার সন্দীপ শর্মা
