রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pandey) বেশ কিছু দিন ধরেই অসুস্থ। মানিকতলার (Maniktala) বর্ষীয়ান বিধায়কের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। তাই সাধনবাবুর অধীনে থাকা গুরুত্বপূর্ণ ক্রেতা-সুরক্ষা দফতরের (Consumer Affairs Department) দায়িত্ব আপাতত সামলাবেন রাজ্যের আরেক বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। এমনই জানা গিয়েছে নবান্ন (Nabanna) ও তৃণমূল (TMC) সূত্রে।
তবে সাধনবাবু সুস্থ হয়ে উঠলে এবং কাজের পরিস্থিতিতে ফিরে এলে এই দফতরের দায়িত্ব আবার তাঁকে হস্তান্তর করা হবে বলেও জানা যাচ্ছে।
আরও পড়ুন- বিধিনিষেধ শিথিল করে এবার ৩ সন্তান নীতিতে অনুমোদন দিল চিনের আইনসভা