Wednesday, August 27, 2025

টানা বর্ষণের জেরে গঙ্গায় জলস্তর বৃদ্ধির ফলে রেললাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জল। এর জেরে মালদা ডিভিশনে বাতিল করা হল মোট ১৩ টি ট্রেন। শুধু তাই নয় ১৬টি ট্রেনের রুট পরিবর্তনও করতে হয়েছে বলে জানিয়েছেন মালদা ডিভিশনের ডিআরএম জিতেন্দ্র কুমার।  তিনি জানিয়েছেন, মালদা-সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ-ভাগলপুর, ভাগলপুর থেকে জামালপুর রুটের সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও  রুট পরিবর্তন করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনেরও।

আরও পড়ুন: তিন দিন সম্পূর্ণ গাঢ় অন্ধকারে ঢেকে যাবে গোটা পৃথিবী!

জলস্তর বাড়ায় জলে ডুবে গেছে রেললাইন। স্বভাবতই দুর্ঘটনা এঁড়াতে বাতিল করতে বেশকিছু প্যাসেঞ্জার ট্রেন। এছাড়াও যে সব ট্রেনগুলি বিহার ও ঝাড়খণ্ড দিয়ে চলাচল করে বা ওই দুই রাজ্যে যাচ্ছে, সেগুলি হয় বাতিল করা হয়েছে বা পথ পরিবর্তন করা হয়েছে। কিউল হয়ে ট্রেনগুলিকে দিল্লি পাঠানো হচ্ছে। এছাড়া মালদা থেকে দিল্লি যাওয়ার ট্রেনগুলিকে কাঠিহার, পাটনা হয়ে দিল্লি পাঠানো হচ্ছে।

একদিকে গঙ্গার জলের স্তর বৃদ্ধির ফলে যখন বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন তখন গঙ্গা ও ফুলহার নদীর জল বৃদ্ধির ফলে মালদায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফুলহারের  জলে নতুন করে প্লাবিত হয়েছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া, মিয়াহাট-সহ বেশ কয়েকটি এলাকা। রতুয়াতেও গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রিজের উপর গবাদি পশুদের নিয়ে ত্রিপল খাটিয়ে বসবাস করছেন এলাকার বাসিন্দারা। প্রায় ২০০ বিঘা জমির ফসল চলে গেছে জলের তলায়। স্বভাবতই চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য সাহায্য করছে প্রশাসন  বলে জানিয়েছেন মালদার জেলা শাসক। তিনি জানান, প্রত্যেকটি ব্লক অফিসে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। দুর্গত এলাকা গুলোতে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এমনকী গবাদিপশুর খাবারও পাঠানো হচ্ছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version